কালিগঞ্জ প্রতিনিধিঃ কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের রামনগর গ্রামে জমি জায়গা সংক্রন্ত পূর্ব শত্রুতার জের ধরে আদম সুরত সরদারসহ তার পরিবারের ৪জনকে পিটিয়ে মারাত্বক রক্তাক্ত জখম করার অভিযোগ পাওয়া গেছে। আহতরা কালিগঞ্জ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ঘটনাটি ঘটেছে গত ঈদের পর মঙ্গলবার দুপুর ১২টার দিকে। এঘটনায় আদম সুরত সরদার বাদী হয়ে রামনগর গ্রামের মোস্তফা সরদারের পুত্র সুমন (২২), সুজন (২০), আকবার সরদারের পুত্র সোহেল আকবার ওরফে বাবু (২৮), গোলাম রহমান সরদারের পুত্র আকবার সরদার (৬০), সৈয়েদ আহম্মদ সরদারের পুত্র মোস্তফা সরদার (৪৫), মোস্তফা সরদারের স্ত্রী কাজল বেগম (৪০), আকবার সরদারের স্ত্রী হাফিজা বেগম (৫৫) সহ ৭জনকে আসামী করে কালিগঞ্জ থানায় এজাহার দাখিল করেছে। অভিযোগে জানাগেছে আসামীরা দলবদ্ধ হয়ে লোহার রড়, সাবল, দা অস্ত্রে ষন্ত্রে সজ্জিত হয়ে অনাধিকার ভাবে আদম সুরাত সরদারের বাড়িতে প্রবেশ করে বসত ভিটার সীমানার ঘেরা বেড়া কাটতে থাকলে তখন সুরত সরদারের পুত্র মোঃ শফিউল্লাহ তাদের বাঁধা দিলে তখন শফিউল্লাহসহ অন্যান্যদের এলাপাতাড়ি মারপিট করতে থাকে এবং তাদের কাছে থাকা মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নেয়। এসময় শফিউল্লাহ, তার মা আছিয়া বেগম, বাবা আদম সুরত সরদার ও ছেলের মেয়ে সাদিয়া আফরিন শান্তা মারাত্বক ভাবে আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। শেষ খবর পাওয়া পর্যন্ত কালিগঞ্জ থানায় মামলার প্রস্তুতি চলছে।