সাবেক বিচারক এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিকের শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় হাসপাতাল থেকে সিলেট কারাগারে পাঠিয়েছে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ। গতকাল মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী হাসপাতাল থেকে তাকে ডিসচার্জ দেওয়া হয়েছে। কড়া নিরাপত্তা ও সতর্কতার সঙ্গে হাসপাতাল থেকে সিলেট কেন্দ্রীয় কারাগারে নেওয়া হয়।
সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল প্রিন্সিপাল ও মেডিকেল বোর্ডের সভাপতি অধ্যাপক শিশির চক্রবর্তী গণমাধ্যম কে বলেন, সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক সুস্থ হওয়ায় সার্বিক পরীক্ষা-নিরীক্ষার পর মেডিকেল বোর্ড তাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়ার সিদ্ধান্ত নেয়।
সব প্রস্তুতি শেষে তাকে কারা কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। তিনি বলেন, মূলত শামসুদ্দিন মানিকের হার্টে সমস্যা আছে। ১০ বছর আগে বাইপাস সার্জারি করেছিলেন। এ ছাড়া ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ আছে।