হাফিজুর রহমান শিমুলঃ সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোঃ মোস্তাফিজুর রহমান, পিপিএম(বার) বলেছেন,সন্ত্রাস,জঙ্গীবাদ, মাদক ব্যবসা, সেবন ও চাঁদাবাজি বরদাশত করা হবেনা। জঙ্গি, সন্ত্রাসীদের পুলিশের হাতে তুলে দিতে হবে। চলমান উন্নয়নের পথে কেউ বাধার সৃষ্টি করলে কোন ছাড় নেই।
বুধবার বিকেলে কলারোয়া থানা চত্বরে থানা পুলিশ আয়োজিত ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলছিলেন। ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠানে আগত জনতার বিভিন্ন প্রশ্নের উত্তরে পুলিশ সুপার আরও বলেন, কলারোয়া ব্রিজরোড়ের যানযট নিরসনে পুলিশ ভূমিকা রাখবে। এছাড়া বিভিন্ন সড়কের পাশে রাখা বিভিন্ন সামগ্রী যা যান চলাচলে বিঘ্ন ঘটায়, পুলিশ তা অপসারণ করবে। প্রধান অতিথি আরও বলেন, আইন শৃঙখলার উন্নয়নে সার্বক্ষণিক কাজ করছে পুলিশ। আইন শৃঙখলা সমুন্নত রাখতে আপনারা তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করুন। কেননা এর উন্নয়ন ঘটলে রাষ্ট্রের উন্নয়ন হবে। তিনি বলেন, থানায় দালাল ভিত্তিক জনভোগান্তির অবসান হয়েছে। মানুষ সহজেই এখন পুলিশের সেবা গ্রহণ করতে পারছেন। আমরা এই সেবার মান আরো বাড়াতে চাই। তিনি অনুষ্ঠানে উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, জীবন একটাই, জীবনকে গঠন করতে হবে। স্বপ্ন হতে হবে এমন যা তোমাদের ঘুমাতে দেবেনা। স্বপ্ন পূরণে দৃঢ় প্রত্যয়ী হতে হবে তোমাদের। কলারোয়া থানার অফিসার ইনচার্জ শেখ মুনীর-উল-গীয়াসের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু, সাবেক সংসদ সদস্য আলহাজ্ব বি,এম নজরুল ইসলাম, সাবেক অধ্যক্ষ প্রফেসর আবু নসর, সাবেক উপাধ্যক্ষ অধ্যাপক এমএ ফারুক, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান কাজী আসাদুজ্জামান সাহাজাদা ও শাহানাজ নাজনীন খুকু, উপজেলা দুপ্রক সদস্য সাংবাদিক শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, কলারোয়া প্রেসক্লাবের সভাপতি মাস্টার দীপক শেঠ, ইউপি চেয়ারম্যান রবিউল হাসান, ইউপি চেয়ারম্যান মনিরুল ইসলাম মনি প্রমুখ। এর আগে অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথিকে পুস্পস্তাবক অর্পণ করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির নেতৃবৃন্দসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলওয়াত ও গীতা পাঠ করেন যথাক্রমে মাওলানা আসাদুজ্জামান ফারুকী এবং অসীত কুমার ঘোষ। সমগ্র অনুষ্ঠান যৌথভাবে সঞ্চালনা করেন থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ রাজিব হোসেন ও পাবলিক ইনস্টিটিউট এর সাধারণ সম্পাদক শেখ কামাল রেজা।