বিংশ শতাব্দীর অসম্ভবের সম্ভাবনার যুগে জন্মগ্রহণ করে অভিযান সেনাদলের তুর্যবাদক তিনি। পরাধীন জাতির বুকে স্বাধীনতার আগুন জ্বালাতে কলম ব্যবহার করেছেন, একা হলেও মাথা উঁচু করে বিশ্ব ছাড়ায়ে উঠার প্রতীজ্ঞা করেছেন, ধর্মের নামে ভন্ডামী, রাজনীতির নামে পলিটিক্যাল তুবড়িবাজী, দেশপ্রেমের নামে দেনদরবার করে লোক ভোলানো খেলা রুখে দাড়িয়েছেন তিনি। দেশের মানুষের প্রতি আকুল আহবান জানিয়ে লিখেছেন – কান্ডারী ! বল ডুবিছে মানুষ, সন্তান মোর মা’র । অসহায় শ্রমিকের অপমানে তার চোখে জল এসেছে – দেখিনু সে’দিন রেলে কুলি বলে এক বাবু সাব তারে ঠেলে দিল নিচে ফেলে। চোখ ফেটে এলো জল এমনি ক’রে কি জগৎ জুড়িয়া মার খাবে দুর্বল ! শ্রমিক শোষণ দেখে তিনি গর্জে উঠেছেন – বেতন দিয়াছো ? চুপ রও যত মিথ্যাবাদীর দল, কত পাই দিয়ে কুলিদের তুই কত ক্রোর পেলি বল ? ধর্মের নামে আত্মস্বার্থ চরিতার্থ করার বিরুদ্ধে ছিল তার ধিক্কার – হায়রে ভজনালয় ! তোমার মিনারে চড়িয়া ভন্ড গাহে স্বার্থের জয় । সমাজপতিদের দুর্নীতিকে কটাক্ষ করে তার সেই উচ্চারণ আজো কত প্রাসঙ্গিক ! কে তোমায় বলে ডাকাত বন্ধু কে তোমায় চোর বলে ? চারিদিকে বাজে ডাকাতি ডংকা চোরেরি রাজ্য চলে । তিনি শোষকের প্রতি ঘৃণা আর শোষিতের প্রতি ভালবাসার প্রকাশ ঘটিয়েছেন। সকলের বন্ধু হয়ে সকলের কাছে ভাল থাকার মোহে আচ্ছন্ন হন নি। দেশপ্রেম আর মানবপ্রেম তার রচনায় উজ্বল হয়ে উঠেছে। আঘাত পেয়েছেন অনেক কিন্তু আত্মমর্যাদা বিসর্জন দেন নি কখনো। সেই অশান্ত, বিদ্রোহী, চির তরুণের আহবান যেন আমরা ভুলে না যাই ! ভালবাসা পাওয়ার আকুতি যে কত পরিশীলিত হতে পারে, কত মাধুর্য আনে জীবনে, তার সৃষ্টিশীল উপস্থাপনা যে মানুষকে কত স্নিগ্ধ করে, তিনি গানের মধ্যদিয়ে তার প্রকাশ ঘটিয়েছেন । তার তেমন একটি গান দিয়ে মৃত্যুদিবসে তার প্রতি শ্রদ্ধা