ডেঙ্গু ডেঙ্গু বলে যদি
বসে থাকি ভাই,
মহামারী ডেঙ্গু থেকে
রক্ষা কিন্তু নাই।
ডেঙ্গু জ্বরের বীজ ছড়াচ্ছে
এডিস নামক মশা,
ভেবেছেন কি এর ফলাফল
হচ্ছে কেমন দশা।
এডিস মশা যে মাত্রই
দিচ্ছে গায়ে হুল,
ঘ্যান ঘ্যানি সেই জ্বরের ঠেলায়
বকছে কত ভুল।
দুর্বলতা মাথা ঘোরা
থাকছে না রুচ মুখে,
স্বাস্থ্য কেন্দ্রে নিতে বলছে
গ্রাম্য ডাক্তার দেখে।
চিকিৎসাতে নিলেও সেথায়
হচ্ছে সর্বনাশ,
নিত্য দেখি পত্রিকাতে
ডেঙ্গু রুগির লাশ।
তাই তো আমার প্রিয় নেতা
কবির নেওয়াজ রাজ,
অভিযানে নেমেই গেছেন
সমাজ সেবা যার কাজ।
পচা বাসি ডাবের খোলা
বদ্ধ জলের হাড়ি,
পরিচ্ছন্ন অভিযানে
ভাঙছে মশার বাড়ি।
আসুন সবাই একই সাথে
করি মুল্যবোধ,
অভিযানে হবেই হবে
ডেঙ্গু প্রতিরোধ।