হাফিজুর রহমান শিমুলঃ কালিগঞ্জ উপজেলার বিভিন্ন যায়গায় ডেঙ্গু নিধন ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করলেন ইউএনও। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) কালিগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের নীলকন্ঠপুর গ্রামে ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীদের বাড়িতে বাড়িতে উপস্থিত হয়ে রোগীদের খোঁজ খবর নিলেন কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতি: দায়িত্ব) মো: কামরুজজামান। এছাড়া তিনি স্থানীয়দের বাড়িতে উপস্থিত হয়ে ডেঙ্গুর প্রজনন স্থান ধ্বংস করেন এবং সকলকে নিজেদের বাসা বাড়ির আঙ্গিনা, দধির পাত্র, ছাদবাগান, ফুলের টব, নারিকেলের খোলা, গর্ত, ড্রেন, ভাঙ্গা হাড়ি পাতিলসহ যে সব স্থানে পানি জমে সে গুলি পরিস্কার পরিচ্ছন্ন করার জন্য তাগীদ দেন। এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন ভুমি সহকারী কর্মকর্তা ওবায়দুল্যাহ, বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান শেখ রিয়াজ উদ্দীন, দঃ শ্রীপুর ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিলন হোসেন, ইউপি সদস্য খলিলুর রহমান প্রমুখ