হাফিজুর রহমান শিমুলঃ কালিগঞ্জ উপজেলা ল্যাবরেটরী স্কুলের আয়োজনে স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সরদার মোস্তফা শাহিন কে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়েছে। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সকাল ১০ টায় বিদ্যালয়ের অধ্যক্ষ আলহাজ্ব রিয়াজুল ইসলামের সভাপতিত্বে ও স্কুল কমিটির সদস্য প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চুর সঞ্চলনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা সরদার মোস্তফা শাহিন, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ সাংবাদিক সমিতি কালিগঞ্জ উপজেলা শাখা সভাপতি শেখ আনোয়ার হোসেন, উপজেলা লেডিস ক্লাবের সভানেত্রী রিক্তা চৌধুরী, শুভেচ্ছা বক্তব্য রাখেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সহ সভাপতি মাহবুবুর রহমান, আলহাজ্ব আবুল খায়ের, কনিকা সরকার, বিদ্যালয়ের সহকারী শিক্ষক দুলাল চন্দ্র বাছাড় ও মুজিবুল হক প্রমূখ। বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা ল্যাবরেটরী স্কুলের পরিচালনা কমিটির সভাপতি সরদার মোস্তফা শাহিন এর পরামর্শে বিদ্যালয়ের শিক্ষার গুনগত মান ও অবকাঠামো উন্নয়ন সার্ধিত হয়েছে। সৎ নির্ভিক কর্তব্য পরায়ন একজন কর্মকর্তা হিসাবে দায়িত্ব পালনে তিনি স্বোচ্ছার ছিলেন। পরে বিদায়ী নির্বাহী কর্মকর্তা, সহ ধর্মীনি ও সন্তান কে স্কুলের পক্ষ থেকে উপহার সামগ্রী প্রদান করা হয়।