হাফিজুর রহমান শিমুলঃ শ্যামনগরের মুন্সিগঞ্জে স্বামী ও স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতরা হলেন জেলেখালি গ্রামের মৃত সোহরাব হোসেন গাজীর ছেলে আব্দুল মান্নান গাজী (৪৮), ও তার স্ত্রী সোনাভানু বেগম (৩৮)।
ঘটনাটি শনিবার (৭ডিসেম্বর) গভীর রাতের ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। স্থানীয় সুত্রে প্রকাশ, রবিবার (৮ ডিসেম্বর) ভোরে পশ্চিম মুন্সিগঞ্জের জেলেখালী ঈদগাহ ময়দানের একটি ফুল গাছের ডালে গলায় রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় মান্নান গাজীকে এবং ওই গাছের নিচে ক্ষত বিক্ষত অবস্থায় তার স্ত্রী সোনা ভানুর মরদেহ দেখতে পায় স্থানীয়রা। পরবর্তীতে এলাকাবাসী থানায় সংবাদ দিলে তাৎক্ষনিক শ্যামনগর থানার পরিদর্শক ( তদন্ত) আনিসুর রহমান চৌধুরী সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল থেকে সুরতহাল শেষে মরদেহ দুটি উদ্ধার করে থানায় নিয়ে আসেন। তবে বিষয়টি হত্যা নাকি আত্মহত্যা সে ব্যাপারে নিশ্চিত করতে পারেনি পুলিশ। নিহত মান্নানের দেহের কোথাও ক্ষত চিহৃ না থাকলেও সোনা বিবির শরীরের বিভিন্ন অংশ ছাড়াও ঘাড়ে,মাথায়, হাতে ও তলপেটে গভীর ক্ষতের চিহ্ন আছে বলে পুলিশ সুত্রে জানাগেছে । এছাড়া সোনা বিবির পায়ের পাশে মাথা থেকে বিচ্ছিন্ন করা বেশ কিছু পরিমাণ চুল পড়ে থাকতে দেখা যায়। মান্নান ও সোনা বিবির সংসারে সাইফুল ইসলাম (১০) ও আশরাফুল ইসলাম (৮) নামের দুই সন্তান আছে বলে জানাযায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে অতিরিক্ত পুলিশ সুপার (কালিগঞ্জ সার্কেল) মোঃ জামিরুল ইসলাম জামি জানান, মরদেহ দুইটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। ঘটনাস্থল থেকে আলামত হিসেবে একটি কুড়াল উদ্ধার করা হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট আসলে জানা যাবে এটি হত্যা নাকি আত্মহত্যা। তবে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে সাইফুল পারিবারিক কলহের জের ধরে তার স্ত্রীকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করার পরে নিজে আত্মহত্যা করতে পারে বলে জানান তিনি।