পিরোজপুরে এক ওষুধ ব্যবসায়ীকে শনিবার সকালে প্রকাশ্যে ছুড়ি দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। সদর উপজেলার টোনা ইউনিয়নের পশ্চিম চলিশা গ্রামের তালুকদার বাড়ির সামনে এ ঘটনা ঘটেছে। নিহত হলেন চলিশা বাজারের মা মেডিকেল হলের মালিক কামরুল শেখ (৩৫)। সে ইউনিয়নের চলিশা গ্রামের আব্দুল মান্নান শেখের পুত্র।
নিহত কামরুলের ভাই মাসুদ শেখ জানান, কয়েকদিন যাবত ধরে পিরোজপুর সদর উপজেলার সাতবেকুটিয়া গ্রামের আলতাফ শেখের পুত্র সাকিল বিভিন্ন সময়ে নিহত কামরুলের কাছে চাঁদা দাবী করে আসছিল। সকালে সাকিল কয়েকজন লোক নিয়ে কামরুলের দোকানে এসে চাঁদাদাবী করে হুমকি দিতে থাকে। এ সময় কামরুল চাঁদা দিতে রাজী না হওয়ায় সাকিল তার লোকজন নিয়ে ছুড়ি দিয়ে কামরুরেল বুকে ও মাথায় আঘাত করে এবং শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে জখম করে। তখন কামরুল চিৎকার করলে স্থানীয়রা কামরুলকে বাঁঁচাতে এগিয়ে এলে সাকিল সহ অন্যরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা কামরুল কে উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক কামরুলকে মৃত ঘোষনা করে।
জেলা হাসপাতালের চিকিৎসক ডা. আরিফ হাসান জানান, নিহত কামরুলকে হাসপাতালে আনার আগেই তিনি মারা যান। অতিরিক্ত রক্ত ক্ষরনের কারনেরই তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে।
সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো: জাফরুল হাসান এ বিষয়টি নিশ্চিত করে বলেন, টাকা-পয়সার লেনদেনের বিষয় নিয়েই এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিক ভাবে জানাগেছে। খবর পেয়েই পুলিশ ঘটনা স্থনে গিয়ে অভিযুক্তদের আটকের চেষ্টা চলছে। এছাড়া কামরুলের উপরে যে ছুড়ি দিয়ে হামলা করা হয়েছে পুলিশ সেই ছুড়ি উদ্ধার করেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহনের প্রস্তুতি চলছে। লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরন করা হয়েছে।