আজ সাতক্ষীরা জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মহোদয়ের নির্দেশে সদর উপজেলার ঝাউডাঙ্গা বাজারে মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করা হয়। এসময় মেয়াদবিহীন পণ্য বিক্রয় করায় এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও পরিবেশনের অপরাধে দুই দোকানীকে ‘ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯’ অনুযায়ী জরিমানা করা হয়। এছাড়াও চাল পরিবহন, মজুদ ও বিক্রয়ে পাটজাত মোড়কের ব্যবহার বাধ্যতামূলক হলেও তা না মেনে প্লাস্টিকের ব্যাগে চাল বিক্রয়ের অপরাধে এক ব্যাবসায়ীকে ‘পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন ২০১০’ অনুযায়ী জরিমানা করা হয়।
জনস্বার্থে প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে।