মোঃ মনির হোসেন শাহীন :ব্রাহ্মনবাড়িয়া জেলার নবীগর উপজেলায় শ্যামগ্রাম ইউনিয়নের শ্রীঘর উত্তর পাড়ারার জনগনের চলাচলের একমাতৃর সম্ভল একটি বাশের সাকো।
একটি ঈদগাহ স্কুল মাদ্রাসা সহ অধিকাংশ গ্রামবাসী এই সাকোটি দিয়ে চলাচল করতে হয় স্কুলগামী শিক্ষার্থীদের অনেকেই প্রায় ছোট খাটো দুর্ঘটনার শিকার হয়ে থাকে।
স্হানীয় এলাকাবাসী জানান দীর্ঘদিন যাবৎ এই সাকোটি দিয়ে আমাদের ছেলে মেয়েরা ও আমরা যতায়ত করছি কিন্তুু বহু নির্বাচিত জনপ্রতিনিধি গন প্রতিশ্রুতি দিলেও এখানে একটি কালবার্ট নির্মান হয়নি।
শ্রীঘর গ্রামের মেম্বার ধন মিয়া বলেন আমি একাধিকবার শ্যামগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান আমির হোসেন বাবুলকে এখানে একটি কালবার্ট নিনার্মানের জন্য অনুরোধ করছি কিন্তুু কোন ফল হয়নি।
শ্যামগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান আমির হোসেন বাবুল বলেন বিষয়টি আমি অবগত এই ব্যাপারে মাননীয় সাংসদের সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এই ব্যাপারে স্হানীয় সাংসদ এবাদুল করিম বুলবুল বলেন বিষয়টি আমি অবগত নই
বিষয়টি খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যাবস্হা গ্রহন করা হবে।