রবিবার, ০২ এপ্রিল ২০২৩, ০৩:০৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম:
ববিতে বরিশাল ইউনিভার্সিটি রিসার্চ এন্ড হায়ার এডুকেশন সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ইবিতে আবাসিক শিক্ষার্থীকে রুম থেকে বের করার অভিযোগ ছাত্রলীগের বিরুদ্ধে সেই বানরটার কথা মনে আছে? টিকটকার ও মডেল মহিমা চৌধুরীর অন্তরঙ্গ ভিডিও ফাঁস কালিগঞ্জে চৌমুহনী হাইস্কুলের সুবর্ণ জয়ন্তী উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত আগে আন্দোলন ছিলো ডাল-ভাতের জন্য, এখন দাবি মাছ-মাংসের দাম কমানোর : রাঙ্গুনিয়ায় তথ্যমন্ত্রী পিতৃ-মাতৃ ছায়া ফাউন্ডেশনের উদ্যোগে অন্ধ হাফেজ মাদ্রাসায় ইফতার সামগ্রী বিতরণ। আজ থেকে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি হিসাবে দায়িত্ব পালন করতে চলেছেন শ্রী টি এস শিবজ্ঞানম।। মধ্যবিত্ত’র শুটিংয়ের প্রতিটি দিন আনন্দময় ছিল : শিশির কালিগঞ্জে উপজেলা আ’লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে
মৌলভীবাজার জেলা পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমান অবৈধ বিদেশী সিগারেটসহ আটক-১।

মৌলভীবাজার জেলা পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমান অবৈধ বিদেশী সিগারেটসহ আটক-১।

মোহাম্মদ আল-আমিন,অনলাইন ডেস্ক: আগামি ০৫/০৩/২০২০ কুলাউড়া থানা পুলিশ কর্তৃক বিশেষ অভিযান পরিচালনাকালে কুলাউড়া পৌরসভাস্থ পলি ক্লিনিকের সামনে কুলাউড়া টু মৌলভীবাজার পাকা রাস্তায় চেকপোষ্ট ডিউটি করাকালে ঢাকা মেট্রো-ক-০৩-৫০০২ প্রাইভেটকার গাড়ী থামিয়ে আসামী ১। মোঃ জুবেল মিয়া (১৮), পিতা-মোঃ ইসলাম মিয়া, সাং-নলডরি, ১৩নং কর্মধা ইউপি, থানা-কুলাউড়া, জেলা-মৌলভীবাজারকে আটক করেন এবং আসামী ২। মোঃ কামাল মিয়া (৩৫), পিতা : মৃত আব্দুল কাদির, সাং মধ্য চালতগাঁও, উভয় থানা-কুলাউড়া, জেলা- মৌলভীবাজার পালিয়ে যায়। গাড়ী তল্লাশী করিয়া প্রাইভেট কার গাড়ীর পিছনে থাকা (ক) ০৩ কার্টুন JET EXCELLENT BLEND SPECIAL FILTER নামীয় বিদেশী সিগারেট প্রতিটি কার্টুনে ৪৮ প্যাকেট করিয়া (৪৮X৩)=১৪৪ প্যাকেট সিগারেট, (খ) ০৩ কার্টুন PEACOCK CLASSIC নামীয় বিদেশী সিগারেট প্রতিটি কার্টুনে ৪৮ প্যাকেট করিয়া (৪৮X৩)=১৪৪ প্যাকেট সিগারেট, প্রতিটি প্যাকেট সাদা পলিথিন দ্বারা মোড়ানো মোট সিগারেট (১৪৪X২)=২৮৮ প্যাকেট। প্রতি প্যাকেটের মূল্য ২০০০/-টাকা হারে (২৮৮X২০০০) =৫,৭৬,০০০/-(পাঁচ লক্ষ ছিয়াত্তর হাজার) টাকা সহ (গ) ১টি সাদা রঙ্গের টয়োটা করোলা প্রাইভেটকার যাহার রেজিঃ ঢাকা মেট্রো-ক-০৩-৫০০২, ইঞ্জিন নং অস্পষ্ট, চেচিস নং-EE905020797 উদ্ধার করা করা হয়।

Print Friendly, PDF & Email

দয়া করে নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © MKProtidin.Com
Desing & Developed BY ThemesBazar.Com