আল ইমরান,অনলাইন ডেস্কঃ
‘সোনালী আঁশের সোনার দেশ, মুজিববর্ষে বাংলাদেশ’-এ প্রতিপাদ্যকে সামনে রেখে সুুুুুনামগঞ্জে জাতীয় পাট দিবস ২০২০ পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে শুক্রবার (৬ মার্চ) সকালে সুনামগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গন থেকে র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়।
র্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ সুহেল মাহমুদ এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।