উজ্জ্বল রায় জেলা প্রতিনিধিঃ যশোরের বেনাপাল আন্তর্জাতিক চেকপোস্ট ও অভ্যন্তরীন প্যাসেঞ্জার টার্মিনালসহ দেশের অভ্যন্তরে থাকা আন্তত দশ থেকে বারোটি স্থানে পুলিশ, বিজিবি ও ডিবি পুলিশের চেকপোষ্ট অতিক্রমে সফল হলেও অবশেষে তিন লিটার ভারতীয় মদসহ নড়াইলের লোহাগড়া থানার চৌকস পুলিশের জালে আটক হন বাংলাদেশী পাসপোর্ট যাত্রী শ্রী পিয়াস বিশ্বাস (২৫)।উজ্জ্বল রায় নড়াইল জেলা প্রতিনিধি জানান, পুলিশ সুত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে থানার চৌকস পুলিশ অফিসার এসআই মিল্টন কুমার দেবদাস ও এসআই আতিকুজ্জামান’র নেতৃত্বে সংগীয় কনস্টেবল নারায়ন, সাইফুল ও জয় কুমার দাস শনিবার (৭ মার্চ) রাত সাড়ে ১০ টার দিকে অভিযান চালিয়ে পৌর এলাকার লক্ষীপাশা চৌরাস্তা সংলগ্ন সোনালী ব্যাংকের সামনে পাকা রাস্তার ওপর থেকে তিন লিটার ভারতীয় ওয়ান ম্যকডোর মদসহ একজন পাসপোর্ট যাত্রীকে আটক করেছেন। আটক পাসপোর্ট যাত্রী গোপালগঞ্জ জেলার সদর উপজেলার থানা পাড়া (বেদে পট্টি)’র খোকন বিশ্বাসের ছেলে পিয়াস বিশ্বাস। পিয়াস গত ৪ মার্চ ভ্রমন ভিসায় ভারতে গমন করে শনিবার ৭ মার্চ বাংলাদেশে ফেরত আসেন। আটককৃত মদের মূল্য প্রায় ২৫ হাজার টাকা। এসআই মিল্টন কুমার দেবদাস জানান, ধৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে রোববার সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে। থানার ইন্সপেক্টর (তদন্ত) আমানুল্লাহ আল বারী বিষয়টি নিশ্চিত করেছেন।