আগামী কাল ১০মার্চ “মুক্তিযোদ্ধার সন্তান সাংবাদিক ফোরাম” কবি ও গবেষক নাজমীন মর্তুজার একক কবিতা নিয়ে আবৃত্তি অনুষ্ঠান আয়োজন করেছে। এ ছাড়া অনুষ্ঠানে বাচিক শিল্পী’রা হলেন – সূর্বণা আরফিন , ইকবাল আহমেদ ,পলি পারভীন , মিসবাহিল মোকার রাহিন , নাজিয়া হক রিস্তা। বাংলাদেশ শিল্পকলা একাডেমীর থিয়েটার হলে এ অনুষ্ঠান আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে আলোচক থাকবেন- কবি অসীম সাহা , ড: সাইমন জাকারিয়া , আজিজুর রহমান আজিজ ,তানিয়া হক শোভা ।
নাজমীন মর্তুজা দীর্ঘদিন ধরে সূদুর অষ্ট্রেলিয়াতে বসবাস করছেন স্থায়ীভাবে, কিন্তু বাংলাসাহিত্য চর্চায় তাঁর আন্তরিকতা অসামান্য । তিনি শুধু লোক সাহিত্য গবেষকই নন তিনি ক্রিয়েটিভ লেখালেখিতেও উনার মুন্সিয়ানা দেখিয়েছেন । ২০১২ সালে তিনি গবেষণা কাজের জন্য সিটি আনন্দ আলো পুরস্কার অর্জন করেছিলেন।