অনলাইন ডেস্কঃ
ভোলা জেলার বোরহানউদ্দিন থানায় ১১৫ পিচ ইয়াবা ট্যাবলেট সহ ০৫ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।
বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ এর তত্ত্বাবধানে এসআই/(নিঃ) মুহম্মদ বেলাল হোসেন, সংগীয় অফিসার ও ফোর্সদের সহয়তায় মাদক উদ্ধার অভিযান পরিচালনা করিয়া গত ০৯/০৩/২০২০ তারিখ রাত্র ১১:০৫ ঘটিকার সময় আসামী ১। মোঃ আঃ রব @ রবু মুন্সি (৪৫), পিতা- মোঃ হাবিবুর রহমান মুন্সি, সাং- পক্ষিয়া ০৭নং ওয়ার্ড, ২। মোঃ কাজল গদা @ ফরাজী (৪০), পিতা- মোঃ শাহাজল হক, সাং- পক্ষিয়া ০৪নং ওয়ার্ড, উভয় থানা- বোরহানউদ্দিন, ৩। শ্রী বিপুল দাস @ বিজয় (৩৫), পিতা- মৃত কাজল দাস, সাং- পৌরসভা ০৬নং ওয়ার্ড, থানা- লালমোহন, ৪। বাবুল হাজি (৪৫), পিতা- মৃত খোরশেদ আলম, ৫। মোঃ মহাসিন মুন্সি (২২), পিতা- মোঃ আঃ রব @ রবু মুন্সি, উভয় সাং- পক্ষিয়া ০৭নং ওয়ার্ড, থানা- বোরহানউদ্দিন, সর্ব জেলা- ভোলাদেরকে একশত পনের (১১৫) পিচ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ অত্র থানাধীন পক্ষিয়া ০৭নং ওয়ার্ডস্থ আসামী মোঃ আঃ রব @ রবু মুন্সি (৪৫) এর বসত ঘর হইতে গ্রেফতার করা হয়। এ সংক্রান্তে বোরহানউদ্দিন থানার মামলায় রুজু করা হয়েছে।