অনলাইন ডেস্কঃ
করোনাভাইরাসের বাড়তি সতর্কতায় মানিকগঞ্জে বিদেশ ফেরত ৫৯ জন ব্যক্তিকে নিজ বাড়িতে বিশেষ ব্যবস্থায় (হোম কোয়ারেন্টাইন) রাখা হয়েছে। তাদের ব্যাপারে সার্বক্ষণিক খোঁজখবর রাখছে স্বাস্থ্য বিভাগ। জেলার সিভিল সার্জন আনোয়ারুল আমিন আখন্দ এই তথ্য নিশ্চিত করেছেন।
মঙ্গলবার বিকাল পযন্ত ইতালী, চীন, দক্ষিণ আফ্রিকা, সৌদি আরব, সিঙ্গাপুরসহ বিভিন্ন দেশ থেকে মানিকগঞ্জের পাঁচ উপজেলায় ৫৯ জন ব্যক্তি বাড়ি ফিরে আসেন।
তাদের মধ্যে মানিকগঞ্জ সদর উপজেলায় ৪ জন নারীসহ ৩২ জন, সাটুরিয়া উপজেলায় ১৮ জন, শিবালয়ে ৬ জন, দৌলতপুরে ২ জন এবং সিঙ্গাইর উপজেলায় ১ জন ব্যক্তি রয়েছে। বিদেশ ফেরত ওই ব্যক্তিদের নিজ বাড়িতে বিশেষ ব্যবস্থাপনায় পর্যবেক্ষণে রাখা হয়েছে। তাদের বাইরে চলাফেরা করতে নিষেধ করা হয়েছে।
তবে তারা সবাই সুস্থ আছেন এবং শারীরিক কোন সমস্যাও পাওয়া যায়নি বলে জানিয়েছে জেলার স্বাস্থ্য বিভাগ। এদিকে করোনা ভাইরাস মোকাবেলায় প্রতিরোধ ও আক্রান্ত ব্যক্তিদের তাৎক্ষণিক চিকিৎসাসেবা নিশ্চিত করতে জেলা সদর হাসপাতালে ১২ শয্যা করোনা আইসোলেশন ইউনিট চালু করা হয়েছে।