অসত্য সংবাদ প্রকাশের দায়ে এডমিন আটক: অতএব সাধু সাবধান
পাইকগাছায় করোনা ভাইরাসে ১ ব্যক্তি আক্রান্তের অসত্য সংবাদ প্রকাশের দায়ে বুধবার ‘ভয়েস অব পাইকগাছা’র এ্যাডমিন উর্ত্তীয় দেবনাথ কে পুলিশ আটক করেছে।
ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে বলে ওসি মোঃ এজাজ শফী বিষয়টি নিশ্চিত করেছেন।
অতএব ক্ষমা নাই। গুজব কিংবা অসত্য সংবাদ প্রকাশ করলে রেহাই মিলবেনা। তাই গুজব অসত্য ভিত্তিহীন সংবাদ প্রকাশ থেকে বিরত থাকার আহবান জানিয়েছেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম।