নিউজ ডেস্কঃ
করোনা ভাইরাসের সংক্রমণ ও বিস্তার রোধে সামাজিক দূরত্ব বজায় রাখার লক্ষ্যে পবিত্র মাহে রমজানের ইফতার ও সেহেরির ক্ষেত্রে সিএমপি কর্তৃক জারিকৃত নিম্নোক্ত নির্দেশনাবলী মেনে চলার জন্য সকলকে অনুরোধ করা যাচ্ছে –
১। ফুটপাত বা যত্রতত্র ইফতারি তৈরি ও বিক্রয় করা যাবে না।
২।রেস্টুরেন্ট বা খাবার দোকানে বসে ইফতার করা যাবে না।সামাজিক দূরত্ব বজায় রেখে ইফতার কিনে প্যাকেটে করে নিয়ে যেতে হবে।
৩।সন্ধ্যা ৬টার পর ইফতার বিক্রয় করা যাবে না।
৪।রেস্টুরেন্ট, খাবার দোকান বা অন্য কোথাও সেহেরি তৈরি,আয়োজন বা বিক্রয় করা যাবে না।
৫।কোথাও কোন ইফতার পার্টির আয়োজন করা যাবে না।
৬।সিএমপি’র অনুমতি ছাড়া কোথাও ইফতার বিতরণ করা যাবে না।
করোনা ভাইরাস প্রতিরোধের লক্ষ্যে দেশ ও জাতির স্বার্থে উপরিউক্ত নির্দেশনাবলী মেনে চলার জন্য বিশেষভাবে অনুরোধ করেছে সিএমপি পুলিয়।