বুধবার, ২৫ মে ২০২২, ০১:০৬ অপরাহ্ন
দুর্নীতি মামলায় খালেদা জিয়ার সাজা বাড়াতে আগামী রোববারের মধ্যে হাইকোর্টে আপিল করবে দুর্নীতি দমন কমিশন (দুদক)।দুদকের আইনজীবী খুরশিদ আলম খান বুধবার সকালে বলেন, আমাদের আপিল প্রস্তুত হয়েছে। আশা করছি রোববারের মধ্যে আপিল দায়ের হবে।গত ৮ ফেব্রুয়ারি বিচারিক আদালত এ মামলায় খালেদা জিয়াকে ৫ বছরের কারাদণ্ড দেন। তবে মামলার অপর আসামিদের ১০ বছর করে কারাদণ্ড দেন আদালত। বিশেষ জজ আদালতের ওই রায়ের পর থেকে কারাগারে রয়েছেন বিএনপি চেয়ারপারসন।