বিজিএমইএ’র অবৈধ ভবন ভাঙতে মুচলেকা গ্রহণ করেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। একইসঙ্গে এক বছরের মধ্যে ওই ভবন ভেঙে ফেলার জন্য তাদেরকে সময় দিয়েছে আদালত। এ নিয়ে বিজিএমইএ ভবন তৃতীয়বারের মতো সময় পেল।আজ সোমবার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগের চার বিচারপতির বেঞ্চ এ আদেশ দেন।