ভিডিও কনফারেন্সের মাধ্যমে কারাবান্দি খালেদা জিয়ার হাজিরার ব্যবস্থা নিতে আদালতের কাছে আবেদন করতে চায় দুদক। দুর্নীতি দমন কমিশনের আইনজীবী মোশাররফ হোসেন কাজল বৃহস্পতিবার ঢাকার পঞ্চম বিশেষ জজ আদালতে এ কথা বলেন।কারাগার কর্তৃপক্ষ আদালতকে লিখিতভাবে খালেদা জিয়ার অসুস্থতার কথা জানিয়েছে। পরে দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী মোশাররফ হোসেন কাজল এই মামলার পরবর্তী শুনানির তারিখ ঠিক করতে আবেদন করেন। খালেদা জিয়ার আইনজীবীরাও শুনানির দিন এক মাস পর ঠিক করার জন্য আবেদন করেন। দুই পক্ষের বক্তব্য শুনে আদালত ২২ এপ্রিল শুনানির তারিখ ঠিক করেন।ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই মামলা পরিচালনা করতে আদালতের কাছে আবেদন করবেন বলে জানিয়েছেন দুদকের আইনজীবী। দুদকের আইনজীবী মোশাররফ হোসেন কাজল জানান, ভারতেও লালুপ্রসাদ যাদবের মামলার বিচারকাজ ভিডিও কনফারেন্সের মাধ্যমে শেষ করা হয়েছে।দুদকের এই আবেদনের তীব্র বিরোধিতা করেছেন খালেদা জিয়ার আইনজীবী আব্দুর রেজ্জাক খান। তিনি বলেন, সুপ্রিম কোর্ট অনুযায়ী আদালত চলে। সংসদীয় গণতন্ত্রের সময় দুদকের পিপি এমন কথা বলতে পারেন না। ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিচারকাজ চলার বিষয়টিকে বাড়াবাড়ি বলে তিনি অভিহিত করেন।