সুজন আহম্মেদ ঝিনাইদহ ।
ঝিনাইদহের কোটচাঁদপুর মেইন বাসস্ট্যান্ড এলাকায় জমিজমা সংক্রান্তের জের ধরে প্রতিবেশী আনোয়ার হোসেন এর হামলায় মারধরে আহত হন সাংবাদিক শহিদুল ইসলাম ও তার পিতা আব্দুল আজিজ ও মাতা হাজেরা খাতুনসহ শহিদুল এর ছোট ভাই সাহিদ।
নিজ বসতভিটায় বাড়ি করার লক্ষে প্রতিবেশীদের সাথে সীমানা ঠিক করার জন্য সামাজিক ভাবে স্থানীয় সুধীজনদের সাথে মতবিনিময় করার এক মূহুর্তে পূর্বপরিকল্পিত ভাবে আনোয়ার হোসেন (৩৫) অতর্কিত হামলা চালায়, সাংবাদিক শহিদুল ইসলাম ওপর।
এসময় তার পিতা আব্দুল আজিজ ঠেকাতে গেলে তার ওপরও হামলা চালায় আনোয়ার হোসেন। এতে গুরুতর জখম হয় শহিদুল ইসলাম, শহিদুল এর মা হাজেরা খাতুন ঠেকাতে আসলে তার মাকে বাঁশ দিয়ে আঘাত করে এবং গায়ের ম্যাকসি ছিঁড়ে দেয় এই আনোয়ার এ সময় সাহিদ কেউ আঘাত করে এই আনোয়ার।
(১১ই সেপ্টেম্বর) শুক্রবার রাত ৯ টার দিকে কোটচাঁদপুর সরকারি বনবিভাগ এলাকায় ওই ঘটনা ঘটে।
এ বিষয়ে কোটচাঁদপুর মডেল থানায় একটি অভিযোগ হয়েছে বলে জানা যায় ।