সাতক্ষীরা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ মোস্তাফিজুর রহমান, পিপিএম(বার) মহোদয়ের দিকনির্দেশনায় সিনিয়র সহকারী পুলিশ সুপার জনাব মোঃ ইয়াছিন আলী, কালিগঞ্জ সার্কেল এর সার্বিক তত্ত্বাবধানে কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ দেলোয়ার হুসেন এর নেতৃত্বে, জনাব মোঃ মিজানুর রহমান, ইন্সপেক্টর(তদন্ত), এসআই/জিয়াউর রহমান, এসআই/শেখ তারিকুল ইসলাম, এসআই/চিন্ময় মন্ডল, এসআই/সিহাবুল ইসলাম, এসআই/ওহিদুর রহমান, এসআই/ইমরান হোসেন, এএসআই/তারেক রহমান, এএসআই/আজিমুদ্দিন, এএসআই/খঃ ফেরদেৌস আমান, এএসআই/রাসেল মাহমুদ, এএসআই/জুয়েল হোসেন, এএসআই/তরুন অধিকারী সহ সঙ্গীয় অফিসার ফোর্স নিয়া অদ্য ইং-১৫/০৯/২০২০ তারিখ থানা এলাকায় বিশেষ পুলিশি অভিযান পরিচালনা করিয়া অত্র থানাধীন বিভিন্ন এলাকা হইতে চুরি মামলায় তদন্তে সন্দিগ্ধ ০১(এক) ও থানায় গ্রেফতারী পরোয়ানা ভুক্ত #জিআর, #সিআর মামলায় নারী-পুরুষ সহ ১৯ (উনিষ) জন, সর্ব মোট- ২০ (বিশ) জন আসামিকে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত আসামীদেরকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে সোপর্দ করা হয়।