হাফিজুর রহমান শিমুলঃ কালিগঞ্জ উপজেলা আইন শৃঙ্খলা, চোরাচালান প্রতিরোধ কমিটি ও পিস ক্লবের সদস্যদের সাথে মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার(২৯ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদ কক্ষে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) নাজিবুল আলম এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী, উপজেলা ভাইস চেয়ারম্যান নাজমুল আহসান, কালিগঞ্জ থানার চৌকস অফিসার ইনচার্জ দেলোয়ার হুসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাস্টার নরিম আলী মুন্সি, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার আব্দুল হাকিম, উপজেলা জাতীয় পাটির সভাপতি মাহাবুবর রহমান, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সাধারন সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, সাংবাদিক সমিতি কালিগঞ্জ উপজেলা শাখার সভাপতি শেখ আনোয়ার হোসেন, কুশুলিয়া ইউপি চেয়ারম্যান শেখ এবাদুল ইসলাম, মৌতলা ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম বাটুল, কালিগঞ্জ পূজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক গ্রাম ডাক্তার মিলন কুমার ঘোষ, উপজেলা ইমাম সমিতির সভাপতি হাফেজ আব্দুল গফুর, উকসা বিজিপি ক্যাম্পের নায়েক সুবেদার রুস্তম আলী, কালিগঞ্জ পাইলট বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিন্দ্র নাথ বাছাড়, কালিগঞ্জ সরকারী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবু আব্দুল্লাহ, রোকেয়া মনসুর মহিলা কলেজের ক্রিড়া শিক্ষক সৈযেদ মাহমুদুর রহমান প্রমুখ। সভায় রুপান্তরের বাস্তবায়নে ও পিস কানসোটিয়াম বিডি’র সহযোগীতায় উগ্রপন্থা প্রতিরোধে সক্রিয় জনসম্পৃকতা নিশ্চিরকরন প্রকল্পের আওতায় উপজেলা আইন শৃঙ্খলা ও পিস ক্লাব সদস্যদের সাথে মতবিনিময় অনুষ্ঠিত হয়। সভায় প্রজেক্টরের মাধ্যমে ভিডিও চিত্র প্রদর্শন করেন রির্পোটিং এন্ড ডকুমেন্টেশন অফিসার সুমিত শাহারিয়ার, তাকে সহায়তা করেন উপজেলা ফিল্ড অফিসার মিনহাজুল হক। পরে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে এক প্রস্তুতি সভা ও এনজিও সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।