যানজট ও ভোগান্তির আশঙ্কায় রয়েছে যাত্রী, চালক, পরিবহন মালিক ও হাইওয়ে পুলিশের। প্রতিবছর যানজট আর ভোগান্তির আশঙ্কা নিয়েই শুরু হয় সিরাজগঞ্জের মহাসড়কগুলোর ঈদযাত্রা। বাড়ছে না সড়ক-মহাসড়ক।
প্রতিনিয়ত বাড়ছে পরিবহন তেমনি বাড়ছে ফিটনেস গাড়ির সংখ্যাও। তাই অতিরিক্ত যানবাহনের চাপ আর সড়কের দুরবস্থার কারণে ঈদের এক সপ্তাহ আগে থেকেই শুরু হয় সিরাজগঞ্জে ঈদের যানজট। নাড়ির টানে ঘরমুখো হাজার হাজার যাত্রীরা পড়েন চরম যানজটের কবলে। এদিকে, সিরাজগঞ্জের ৯৮ কিলোমিটার মহাসড়কে চলছে সংস্কার কাজ। ঘরমুখো মানুষের ঈদযাত্রা নির্বিঘ্ন করার লক্ষ্যে সার্বক্ষণিক মহাসড়ক মনিটরিং করছে সড়ক ও জনপথ বিভাগ। তবে ঈদের আগে সংস্কার কাজ শেষ করা না হলে এবারও দুর্ভোগের আশঙ্কা করছে হাইওয়ে পুলিশ।যাত্রী, বাস ও ট্রাকচালক জানান, মহাসড়কের কোথাও কোথাও সংস্কার কাজ শেষ হয়েছে। আবার কোথাও কোথাও এখনো চলছে। অতিবৃষ্টির কারণে মহাসড়কের পিচ ঢালাই ওঠে গিয়ে আবারও গর্তের সৃষ্টি হয়েছে। নলকা সেতুটি জীর্ণ হওয়ায় সেখানে এসে যানবাহনগুলোর গতি কমিয়ে দিতে হচ্ছে। ফলে এ সেতুকে ঘিরে যানজটের আশঙ্কা করছেন চালকরা।চালকরা জানান, আর কদিন পরেই ঈদ। ঈদকে সামনে রেখেই শুরু হয় যানজট। এবারও জোড়াতালি দিয়ে সংস্কার করছে মহাসড়ক।