কালিগঞ্জ প্রতিনিধিঃ নিজেকে জড়িয়ে মিথ্যা ও ষড়যন্ত্রমমূলক সংবাদ প্রকাশে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছেন সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলাধীন ৯নং মথুরেশপুর ইউনিয়নের পানেল চেয়ারমান ও ২নং ওয়ার্ডের ইউপি সদস্য শেখ আলাউদ্দীন সোহেল। তিনি ১১ জানুয়ারি সোমবার লিখিত বিবৃতির মাধ্যমে এ প্রতিবাদ জানান। তিনি তার লিখিত বিবৃতিতে বলেন-
সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক দৃষ্টিপাত পত্রিকায় গত ১১ জানুয়ারি ৩ এর পাতায় ৩ ও ৪ কলামে “কালিগঞ্জে ব্যক্তি মালিকানা সম্পত্তির মধ্য দিয়ে রাস্তা তৈরির অভিযোগ” শিরোনামে প্রকাশিত সংবাদটি আমার দৃষ্টিগোচর হয়েছে। প্রকাশিত সংবাদটি সঠিক নয়। মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। আমার নির্বাচনি প্রতিপক্ষরা আমার সুনাম ও ভাবমূর্তি ক্ষুন্ন করার জন্য ষড়যন্ত্র মূলক সংবাদ দাতাকে ভুল বুঝিয়ে মিথ্যা সংবাদ প্রকাশ করিয়েছে। উপজেলা পরিষদের মিটিং এর সিদ্ধান্ত মোতাবেক মথুরেশপুর ইউনিয়ন পরিষদের রেজুলেশন এর মাধ্যমে গনপতি গ্রামের ২০১৯-২০২০ অর্থবছরের বাস্তবায়ন ২০২০-২০২১ বিবিজি (২য় কিস্তি) এলজি এসপি-৩ গনপতি গ্রামের নুর ইসলামের বাড়ি হইতে থোকন মিস্ত্রির বাড়ি অভিমুখে নতুন ইটের রাস্তা নির্মানে সরকারি বরাদ্দে রাস্তাটি সম্পূর্ণ হয়েছে। এ রাস্তা দিয়ে এলাকার সর্বসাধারণ মানুষ প্রায় ৮৫-৯০ বছর চলাচল করে আসছে। পারিবারিক বিরোধকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে আমার বিরুদ্ধে নানা ধরনের ষড়যন্ত্র চালিয়ে আসছে। এ রাস্তা নিয়ে গনপতি গ্রামের ফজলুর হকের ছেলে আকরাম হোসেন সহ কয়েকজন ষড়যন্ত্রে লিপ্ত হয়ে পত্রিকায় মিথ্যা ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ করিয়েছে। আমি উক্ত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।