হাফিজুর রহমান শিমুলঃ কালিগঞ্জ প্রেসক্লাবে জমি যায়গা সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের বিরুদ্ধে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রবিবার(১৪ ফেব্রুয়ারী) বেলা সাড়ে ১১ টায় কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু’র সভাপতিত্বে ও সাংবাদিকবৃন্দের উপস্থিতিতে সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেণ কালিগঞ্জ উপজেলার উজিরপুর গ্রামের মৃত ইয়াকুব হাসান গাইনের পুত্র আবু হাসান গাইন। তিনি বলেন আমার চাচাতো ভাই উজিরপুর গ্রামের মৃত এইয়া গাইন এর ছেলে সিদ্দিক গাইন (৬০) এর সহিত জমি জমা সংক্রান্ত বিষয়ে বহুদিন যাবত বিরোধ চলে আসছে । তারই জের ধরে গত ২১-০৯-২০২০ ইং তারিখে দুপুরে সিদ্দিক গাইন সহ তার ছেলেরা ১, কিবরিয়ার হোসেন খোকা (৩০) ২, ইমদাদ গাইন ৩, (৩২) ৪, বদির গাইন ৫, (৩৪) ৬, মাহমুদুল গাইন (২৭) ৭, সিদ্দিক গাইন (৬০) দলবল নিয়ে ধারল দা, কুড়াল, বাশেঁর লাঠি, লোহার রডসহ ইত্যাদি নিয়ে আমাদের বসত ভিটায় অনধিকার প্রবেশ করে বসতভিটার দক্ষিণ পশ্চিম পাশে থাকা বঁাশ ঝাড় হইতে বঁাশ কাটা কালিন আমার আপন ভাই মাসুদ রানা হীরা (৩০) বাধা দিতে তুমুল কথা কাটাকাটির এক পযার্য়ে সিদ্দিক গাইনের হুকুমে তার ছেলে কিবরিয়া হোসনে খোকা (৩০), ইমদাদ (৩২) আমার ভাইকে বেধর মারধর করে এবং হাতে থাকা ধারালো দা দিয়ে হত্যার উদ্দেশ্যে মাথার উপরিভাগে ডান পাশে দায়ের কোপ দিলে গুরুত্বর কাটা রক্তাক্ত জখম হয়ে মাটিতে পড়ে গিয়েছে দেখে তাকে গলা চাপিয়ে শ্বাস রোধের চেষ্টা করে। তার ডাক চিৎকারে আমার বোন নুর নাহার পার্শ্ববর্তিদের ডেকে তাকে উদ্ধার করার চেষ্টা করলে তারা বোনকে শ্লীলতাহানি ঘটায়। এই ঘটনার প্রেক্ষিতে ইং ২১-০৯-২০২০ নিজ বাদি হয়ে কালিগঞ্জ থানায় ৭ জনকে আসামি করে একটি মামলা করলে (কালিগঞ্জ থানার মামলা নং- জি.আর ২২০/২০২০) আসামিরা দন্ডায় প্রাপ্ত হয় । সেই ঘটনার জের হিসাবে তারা প্রতিনিয়ত আমার এবং আমার পরিবারের সকলকে বিভিন্নভাবে ভয়ভীতি ও ক্ষয়ক্ষতি সহ প্রকাশ্য জীবন নাশের হুমকী এবং প্রতিনিয়ত আমাদের দেখা মাত্র অকত্য ভাষায় গালিগালজ রাতের আঁধারে বসত ভিটা ও বাড়ির চালে ইট পাটকেল নিক্ষেপ অব্যহত রাখে। বিষয়টি এলাকার গন্যমান্য ব্যক্তিদের নিকট জানালে কোন প্রতিকার পায়নি। জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে গত ১২/১১/২০২০ ইং তারিখ বিকালে পরিকল্পনা মাফিক লাঠিসোটা ও ধারল দা নিয়ে আমার বাড়িতে এসে আমার স্ত্রী ও কন্যাকে অকত্য ভাষায় গালি গালাজ ও শ্লীলতাহানী করেছে। এবং জোর পূর্বক আমাদের বাড়ির চলাচলের পথ বন্ধ করার চেষ্টা চালাই। বিশ্বস্থ একটি সুত্রে জানাযায় এলাকার কিছু প্রভাবশালি ব্যক্তিদের প্রভাবে প্রভাবিত হয়ে আমাদেরকে উচ্ছেদ সহ ঘুন জখম ও গুম এর হুমকি প্রদর্শন করে। বিষয়টি আমি আমলে নিয়ে আমার পরিবারের জান মাল ও নিরাপত্তার স্বার্থে কালিগঞ্জ থানায় ১৪/১১/২০২০ ইং তারিখে একটি সাধারণ ডায়েরী করি। সাধারণ ডায়েরীর বিষয়টি জানাজানির এক পর্যায়ে সিদ্দিক গাইন আমাদেরকে আরও বেশি হুমকি ধামকি প্রদান করলে উক্ত বিষয়টি আমি আদালতে একটি ১৪৫ ধারায় মামলা করলে বিজ্ঞ আদালত কালিগঞ্জ থানাকে নির্দেশ প্রদান করলে ইভয় পক্ষকে আদালতের আদেশ অনুযায়ী মামলা নং পি-১১২৫/২০(কালিঃ), ধারা ১৪৫ কাঃ বিঃ, স্মারক নং- ১৮৫১ ফৌঃ, তারিখ ২৮/১২/২০২০ ইং তারিখে বিজ্ঞ আদালত নালিশি জমিতে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য উভয় পক্ষকে নোটিশ প্রদান করে। নোটিশে উল্লেখ আছে বিজ্ঞ আদলতের অমান্য করিয়া শান্তি শৃঙ্খলা ভঙ্গ করিলে ভঙ্গকারির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে। বর্তমানে স্িিদ্দিক গাইন গং আদালতের এই নিষেধাজ্ঞা উপক্ষো করে আমাদের বাড়ির চলাচলের পথ ইটের প্রাচীর দিয়ে ও টিনের বেড়া দিয়ে আমাদেরকে গৃহবন্দী সহ ভিটামাটি ছাড়া করার পাইতারা করছে। প্রিয় সাংবাদিক ভায়েরা সার্বিক বিষয়টি আপনাদের লিখনীর মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, প্রশাসনকে জরুরীভাবে জানাতে চাই। আমরা চাম্পাফুল ইউনিয়নের উজিরপুর গ্রামের শান্তি প্রিয় ও নিরিহ ব্যক্তি হইতেছি। আমাদের আর্থিক দুর্বলতার সুযোগ নিয়ে প্রতিপক্ষ আমাদের মিথ্যে মামলা, ভয়ভীতি, মারধর সহ শায়েস্তা করার জন্য উঠে পড়ে লেগেছে। তাই আপনাদের মাধ্যমে সকলকে জানাতে চাই নিরিহ পরিবারটির বর্তামন গৃহবন্দি ও নিরাপত্তাহীনাতায় উক্ত বিষয়টি সার্বিক বিবেচনা ও সঠিক তদন্তপূর্বক জরুরী ব্যবস্থা গহেনের জন্য প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করছি।