বাংলাদেশ সেনাবাহিনীর নতুন সেনাপ্রধান লে. জে. অাজিজ অাহমেদকে র্যাঙ্ক ব্যাজ পরানো হয়েছে। ফলে তিনি ল্যাফটেনেন্ট থেকে জেনারেল হলেন।
আজ মঙ্গলবার সকাল ১১ টার দিকে গণভবনে তাঁকে র্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন নৌ বাহিনীর প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নিজামউদ্দিন ও বিমান বাহিনীর প্রধান এয়ার মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত। এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত ছিলেন।
এর আগে গতকাল বাংলাদেশ সেনাবাহিনীর ১৫তম প্রধান হিসেবে তিন বছরের জন্য দায়িত্ব গ্রহণ করেন জেনারেল অাজিজ অাহমেদ। সেনা সদর দপ্তরে বিদায়ী সেনাপ্রধান আবু বেলাল মোহাম্মদ শফিউল হক আনুষ্ঠানিকভাবে তার কাছে দায়িত্ব হস্তান্তর করেন।আন্তঃবাহিনী সংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সহকারী পরিচালক রেজাউল করিম জানিয়েছিলেন, নতুন সেনাপ্রধান হিসেবে আজিজ আহমেদ দায়িত্ব নিয়েছেন। এখন পর্যন্ত তিনি লেফট্যানেন্ট জেনারেল আছেন। আগামীকাল র্যাঙ্ক ব্যাজ পরানোর পর তিনি জেনারেল হবেন।গত ১৮ জুন বাংলাদেশ সেনাবাহিনীর ১৫তম প্রধান হিসেবে নিয়োগ পান লে. জে. অাজিজ অাহমেদ। তিনি ২০১২ সালের ডিসেম্বরে বিজিবি প্রধান হিসেবে নিয়োগ পান। ২০১৬ সালের ৩ নভেম্বর তার মেয়াদ শেষ হয়। সেদিন তাকে মেজর জেনারেল থেকে লেফটেন্যান্ট জেনারেল হিসেবে পদোন্নতি দিয়ে ‘আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন্যাল কমান্ড’ এর জিওসি হিসেবে বদলি করা হয়।আজিজ আহমেদের জন্ম নারায়ণগঞ্জে ১৯৬১ সালের ১ জানুয়ারি। তবে তার পৈত্রিক বাড়ি চাঁদপুরে। তার বাবা আব্দুল ওয়াদুদ এবং মা রেনুজা বেগম ।