হাফিজুর রহমান শিমুলঃ সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার পাউখালী হাজামপাড়া এলাকা থেকে সুমন ঘোষ (৩০) নামের এক ব্যবসায়ীকে অপহরন করে নিয়ে মোটা অংকের টাকা দাবী করে জাহাঙ্গীর সহ অপহরকারী দল। অবশেষে কালিগঞ্জ থানা পুলিশের দুর্দশীতা ও হস্তক্ষেপে ভিকটিমসহ অপহরকারী দলের নেতা জাহাঙ্গীর ও তাদের বহনকারী মাইক্রোবাস সহ ৯জনকে ঝিনাইদাহ জেলার কালিগঞ্জ থানা পুলিশ উদ্ধার করেছে। কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ দেলোয়ার হুসেন এ প্রতিনিধিকে জানান, বিকাল ৪টার দিকে অনিমা ঘোষ নামে এক মহিলা ফোন করে জানায় তার স্বামীকে ধরে নিয়ে গেছে। এবিষয়ে অভিযোগের ভিত্তিতে সোমবার (১৫ ফেব্রুয়ারী) অনুমানিক বেলা ২টার দিকে তার স্বামী সুমন ঘোষকে পাবনা থেকে জাহাঙ্গীর ও তার দলবল ৮/৯জন সাদা রংয়ের মাইক্রোবাসে ঢাকা মেট্রো-চ ১৬-০২৭৭ এসে সুমন ঘোষকে অপহরন করেছে। তাৎক্ষনিক ভাবে কালিগঞ্জ থানার ওসি (তদন্ত) মিজানুর রহমান ও এএসআই জুয়েল কে দায়িত্ব দেওয়া হয়। তারা বিষয়টি খোজ খবর নিতে থাকে এবং পুলিশের উর্দ্ধোতন কর্মকতার্কে জানানো হয়। বিভিন্ন থানায় এবিষয়ে অবগত করি। সুমন ঘোষ পাবনা জেলার সাথিয়া থানার হাতিয়া গ্রামের নিত্য ঘোষ এর পুত্র। সে সাতক্ষীরায় কালিগঞ্জে ব্যবসার সুবাদে থাকে। সংবাদ পেয়ে ঝিনাইদাহ জেলার কালিগঞ্জ থানা পুলিশের ব্যবস্থাপনায় এস আই সাগর শিকদারের নেতৃত্বে তাদের কে ঐ এলাকায় হাইওয়ে রোড়ে তল্লাশী করে রাত সাড়ে ৭টার দিকে আটক করে থানায় নিয়ে রাখে। ঐ রাতেই সংবাদ পেয়ে কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ দেলোয়ার হুসেনের নির্দেশে ওসি (তদন্ত) মিজানুর রহমান, এসআই জিয়ারত, এএসআই জুয়েল, এএসআই আশিকসহ পুলিশ ফোর্স ঝিনাইদাহের কালিগঞ্জ থানার উদেশ্যে রওনা দেয়। সেখানে যেয়ে উদ্ধারকৃত ভিটটিম সুমন ঘোষ, অপহরনকারী দলের মুল হোতা পাবনার আবুল হোসেনের পুত্র জাহাঙ্গীর হোসেন (৩০), ফরিদপুর থানার ডেমরা গ্রামের সোরাফ এর পুত্র সোহাগ (২০), একই গ্রামের হাফিজ এর পুত্র সাগর হোসেন (২০), উজ্জল মোল্লার পুত্র মোঃ ইনামুল হক (১৮), মোঃ আজিবর রহমানের পুত্র মিলন হোসেন (২০), আয়ুব আলীর পুত্র মনিরুল ইসলাম (১৯) দুলালের পুত্র সাইমুন (১৯) ও মাইক্রো ড্রাইভার পাবনা জেলা দক্ষিন রামচন্দ্রপুর গ্রামের সোহরাব আলীর পুত্র আব্দুর রহমান (২৫)। তাদের বহনকারী মাইক্রোবাস, নকল ঘি তৈরীর ক্রিমসহ দুটি ড্রাম, ৮টি মোবাইল সেট জব্দ করে মঙ্গলবার ভোরে কালিগঞ্জ থানায় নিয়ে আসে। এ বিষয়ে ভিকটিম সুমন ঘোষের স্ত্রী অনিমা ঘোষ বাদী ১১জনে আসামি করে থানায় একটি মামলা করেছে মামলা নং ১৬। এদিকে মঙ্গলবার দুপুরে আটককৃত আসামীদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়। এবং ভিকটিম সুমন ঘোষকে ১৬৪ ধারায় ম্যাজিষ্ট্রের জবানবন্ধী নেওয়া হয়েছে।