হাফিজুর রহমান শিমুলঃ ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে কালিগঞ্জ উপজেলায় ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে আনন্দ উদযাপন অনুষ্ঠিত হয়েছে। রবিবার(৭ মার্চ) বিকেল ৪ টায় বাংলাদেশ পুলিশের আয়োজনে শহীদ সোহরাওয়ার্দী পার্কে বাংলাদেশ এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উত্তোরণে জাতিসংঘের চুড়ান্ত সুপারিশ প্রাপ্তিতে উক্ত আনন্দ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠনের সূচনা লগ্নে কেক কর্তনের মধ্যে দিয়ে অনুষ্ঠান আরম্ভ করা হয়। এসময় থানার অফিসার ইনচার্জ মোঃ দেলোয়ার হুসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য এসএম জগলুল হায়দার। উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নাজমুল হাসান নাঈমের সঞ্চালনায় অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখেন খুলনা রেঞ্জের ডিআইজি অফিসের পুলিশ সুপার মোঃ তোফায়েল আহমেদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মাষ্টার নরিম আলী, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার আব্দুল হাকিম, বিশিষ্ট সাহিত্যিক অধ্যাপক গাজী আজিজুর রহমান, অনুষ্ঠানে সরকারী কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ, এনজিও প্রতিনিধিসহ
থানার সকল কর্মকর্তাগন। কালিগঞ্জের ইতিহাসে এই প্রথম থানা পুলিশের আয়োজনে সর্ববৃহৎ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে এসময় বক্তারা ঐতিহাসিক ৭ই মার্চের উপর গুরুত্বারোপ রেখে বক্তব্য প্রদান করেন।