সাংবাদিকরা হলেন জাতির বিবেক, তাদের বজ্রকঠিন লেখনির মাধ্যমে সমাজে অন্যায়, অবিচার, জুলুম, নির্যাতন মাথা উঁচু করতে পারে না। তাই তাদেরকে সবাই সম্মান করে। কিছু ‘হলুদ সাংবাদিক’ নামের নষ্ট মানুষ। আসল সাংবাদিকের জীবন যেখানে শঙ্কিত সেখানে এই ভুয়া সাংবাদিকরা এত ক্ষমতা পায় কোথায়?যারা এক কলম লিখতে তো পারেনই না বরং ভুয়ামি-ভাঁড়ামি করে বীরদর্পে হেঁটে বেড়ান।নেই কোন শিক্ষাগত যোগ্যতা নেই কোনো পেশাগত প্রশিক্ষণ। মাত্র দেড় থেকে দুই হাজার টাকার মধ্যেই হয়ে যাচ্ছেন সাংবাদিক।দীর্ঘদিন যাবৎ এসকল ভুঁইফোড় সাংবাদিকদের যন্ত্রণায় অতিষ্ঠ প্রকৃত সাংবাদিকরা। ভিত্তিহীন রোমাঞ্চকর সংবাদ তো দূরের কথা এরা কখনো সংবাদের স’ ও লিখতে জানেন না। বদনাম হয় সকল সাংবাদিকের।আসুন, সাংবাদিকদের সুনাম ও ঐতিহ্য রক্ষায় এমন সব ‘হলুদ সাংবাদিক’ নামের নষ্ট মানুষদের বিরুদ্ধে রুখে দাঁড়াই। সারা বাংলাদেশে ভুয়া সাংবাদিক দের বিচার চাই।
লেখক- কবির নেওয়াজ রাজ
সম্পাদক
মানুষের কল্যাণে প্রতিদিন ।