গত ২৪ তারিখে চট্টগ্রাম এর একটি লোকাল অনলাইন নিউজ পোর্টাল (চট্টলা ২৪) বাংলাদেশ মেইল নিউজ পোর্টালে পুলিশ সাংবাদিক চাঁদাবাজি শিরোনামে প্রকাশিত বিএমএস এফ’র কেন্দ্রীয় কমিটির সহ- সাংগঠনিক সোহাগ আরেফিনের বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট সংবাদের প্রতিবাদ জানাচ্ছেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম এর কেন্দ্রীয় সহ- সাংগঠনিক সম্পাদক কলামিষ্ট কবির নেওয়াজ রাজ ।এ ব্যাপারে জানতে চাইলে সাংবাদিক নেতা সোহাগ আরেফিন বলেন – আমার এলাকার বাসা থেকে ৫০গজ দুরে একটি মারামারির ঘটনা ঘটে খবর পেয়ে আমি ঘটনাস্থলে ছুটে যাই এবং আমি নিজেও উক্ত এলাকার ছেলে হিসেবে তাদের মারামারি করা থেকে বাধা প্রদান করি এবং পরামর্শ দেই আইনি সহায়তা নেওয়ার জন্য, এই ঘটনাকে কেন্দ্র করে হালিশহর থানায় ১০ জনকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়, ওই মামলার এজাহারে আমার নাম না থাকা সত্ত্বেও উদ্দেশ্য প্রবণতায় একটি নিউজ পোর্টাল (চট্রলা 24) আমার ছবি এবং ফেসবুক আইডি নিউজে প্রকাশ করে, এতে করে সাংবাদিক নেতা সোহাগ আরেফিনের মানহানি হয়। তাই আমি এই প্রকাশিত নিউজ এর তীব্র নিন্দা এবং ক্ষোভ প্রকাশ করছি।একই সাথে যে সকল লোক মিথ্যা ও বনোয়ট সংবাদ প্রচার করে সংগঠনিক নেতা ও সংগঠনের ভাবমূর্তি নস্ট করতে চায় তাদেরকে আইনের আওতায় এনে বিচারের দাবী জানাচ্ছি।
কলামিষ্ট কবির নেওয়াজ রাজ
সহ-সাংগঠনিক সম্পাদক
বিএমএসএফ,কেন্দ্রীয় কমিটি।