নকলা প্রতিনিধি: পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে শেরপুরের নকলায় আজ বৃহস্পতিবার বিকেল ৪ টায় নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালায় ভ্রামম্যান আদালত ও র্যাব। অভিযানে নকল বনফুল সেমাই কারখানা জব্দ করে অবৈধ মালামাল আগুনে পুড়িয়ে ফেলা হয়।এসময় নকলা উপজেলার কায়দা গ্রাম থেকে আঙ্গুর মিয়ার কারখানা ও জলিল মিয়ার তৈরী নকল বনফুল ৪ হাজার প্যাকেট সেমাই আগুনে পুড়ে ধ্বংস করা হয়। একই সাথে ৩ জন ব্যবসায়ীকে নকল পণ্য তৈরীর দায়ে ১লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।অপর দিকে ফাহিম সুজি কারখানায় ২৬টি অবৈধ পণ্য জব্দ করে ১ লাখ টাকা জরিমানা করা হয়। এসব কারখানা সিলগালা করা হয়।এরপর ভ্রাম্যমান আদালত নকলা শহরে আরও কয়েকটি দোকানে অভিযান পরিচালনা করেন নকলা উপজেলা নির্বাহী অফিসার জাহিদুর রহমান,নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার ভূমি কাউছার আহমেদ ও জামালপুর র্যাব শাখার (১৪) এর এ এস পি এম এম সবুজ রানা ।