ফিরোজ হোসেন সাগরঃ চোখ রাখুন mkprotidin.com/ মানুষের কল্যাণে প্রতিদিন এর ফেসবুক লাইক পেজে আগামীকাল ৮ মে, শনিবার, রাত ১০ টায়। “করোনাকালীন প্রশাসন ও জনপ্রতিনিধির আন্তরিকতা” শীর্ষক আলোচনায় হাফিজুর রহমান শিমুল এর সঞ্চালনায় অতিথি হিসাবে থাকবেন: হাসান হাফিজুর রহমান, আইন প্রশিক্ষক, বাংলাদেশ পুলিশ একাডেমী; সাঈদ মেহেদী, চেয়ারম্যান, কালীগঞ্জ উপজেলা পরিষদ, সাতক্ষীরা; অধ্যাপক গাজী আজিজুর রহমান, সাহিত্যিক ও প্রাবন্ধিক, সাতক্ষীরা।