মোঃ আবু তৈয়ব: অভিনব কায়দায় পাচারকালে কাঠ ভর্তি ট্রাক জব্দ রাঙামাটি রাঙামাটিতে ট্রাকে করে অভিনব কায়দায় ট্রাকের বডির ভিতরের বাক্সে করে অবৈধভাবে কাঠ ও আসবাবপত্র পাচারকালে বিপুল পরিমান কাঠ ও ট্রাক আটক করেছে যৌথ বাহিনী বৃহস্পতিবার ৩০ রমজান দুপুরে ।মানিকছড়ি চেকপোস্ট আটক করে বন বিভাগের ফরেস্ট অফিস নিয়ে আসে ।আনুমানিক ৩০০ঘনফুট কাঠ। যার বাজার মূল্য প্রায় ৬লক্ষ টাকা। ট্র্যাক নং- ঢাকা মেট্রো ট ২২:৩৮২২ ট্রাকের ড্রাইবার পালাতক। ধারণা করা হচ্ছে, কাঠের মালিক তারাই যাদের কাঠ অতীতেও রাঙামাটিতে সম্প্রতি সময়ে অবৈধভাবে কাঠ পাচারকালে আটক করা হয়েছিল। রাঙামাটিতে একটি বিশেষ প্রভাবশালী চক্র দীর্ঘদিন যাবত অবৈধভাবে কাঠ পাচার করে আসছে।
প্রশাসন ও বনবিভাগের ধারনা এর আগে একই চক্রটি একটি তৈলের গাড়িতে করে অবৈধভাবে কাঠ পাচারকালেও আটক করা হয়েছিলো।