মোঃ সোহাগ হোসেন, দেবহাটা উপজেলা প্রতিনিধিঃ ০৫/০৬/২০২১ রোজ-শনিবার। সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলায় চলছে কঠোর লকডাউন। অর্ধশতাধিক করোনা পজিটিভ হওয়ায়- সমগ্র সাতক্ষীরা জেলা ৫ ই জুন থেকে ১২ জুন পর্যন্ত (সাত দিন) কঠোর লকডাউনের ঘোষণা দেওয়া হয়। আরো ঘোষণা দেওয়া হয়, সকাল ৯ ঘটিকা হইতে দুপুর ১২ টা পর্যন্ত- সকল কাঁচামাল , মুদির দোকান, নিত্যপ্রয়োজনীয় দ্রব্য স্বাভাবিক থাকবে। বন্ধ থাকবে সকল প্রকার লোকাল যানবাহন। জরুরি প্রয়োজন ছাড়া কেউ বাইরে যাবে না। মাক্স ও তিন ফুট দূরত্ব বাধ্যতামূলক থাকবে।
দেবহাটা উপজেলায় টানা সাত দিনের ডাকা লকডাউনের প্রথম দিন আজ। দেবহাটার গাজিরহাট মোড়ে, সেকেন্ড অফিসার এস আই নয়ন চৌধুরীর নেতৃত্বে এস আই শামীম ও সাব-ইন্সপেক্টর নূর মোহাম্মদ সহ নওয়াপাড়া ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ একত্রে লকডাউনের যথাযথ শৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালন করেন।
এছাড়া পারুলিয়া বাসস্ট্যান্ডে, সার্কেল অফিসার ওসি বিপ্লব সাহার নেতৃত্বে তিনজন এস আই ও চারজন সিপাহী নিয়ে শৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালন করেন। এবং দেবহাটা উপজেলা চেয়ারম্যান, আলহাজ্ব মোঃ মজিবুর রহমান দেবহাটা উপজেলার প্রতিটি ইউনিয়নের লকডাউনের পরিস্থিতি পরিদর্শন করেন।