মোঃ আরমান হোসেনঃ নড়াইল জেলার, কালিয়া উপজেলার,নড়াগাতী থানার অর্ন্তগত পহরডাংগা গরুর হাটে ভূক্তভোগী কর্তৃক রফিকুল ইসলাম নামে এক পকেটমার কে ধরে ডিবি পুলিশের হাতে হস্তান্তর করা হয়। রবিবার (১৮ জুলাই) দুপুরে এ ঘটনা ঘটে।আটককৃত রফিকুল ইসলামের বাড়ি বাগেরহাট জেলার, চিতলমারী থানার লালুয়া গ্রামে।
জানা যায়, গোপালগঞ্জ জেলার ঘোষের গ্রামের বাসিন্দা মৃত গিয়াস উদ্দীনের ছেলে,মোঃ লিটন তালুকদার পহরডাংগা হাটে গরু কিনতে আসে,হাটের ভিড়ে পকেটমার রফিকুল তার প্যান্টের বাম পকেটে হাত ঢুকিয়ে দিলে নগদ ৬২,০০০ টাকা সহ গিয়াস তালুকদার পকেটমার কে হাতে নাতে ধরে ফেলেন।
এরপর, পকেটমারকে নড়াগাতী থানার দায়িত্ব প্রাপ্ত জেলা ডিবি পুলিশের ইন্সপেক্টর মোঃ ইমরান হোসেন,এএসআই মাহফুজুর রহমান ও এএস আই নাজিমের(ডিবি) নিকট হস্তান্তর করেন।লিটন তালুকদার তার ৬২,০০০টাকা ইন্সপেক্টর মোঃ ইমারত হোসেনের কাছ থেকে বুঝে নেন।
পকেটমার রফিকুল ইসলামকে নড়াগাতী থানায় হস্তান্তর করা হয় এবং ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আরিফুল ইসলাম তাকে ১ মাসের জেল প্রদান করেন।