কালিগঞ্জ প্রতিনিধিঃ কালিগঞ্জের পল্লীতে ধানের জমিতে পানি তোলাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় এক ঘের ব্যবসায়ী মারাত্মক যখম হয়ে হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। প্রকাশ্য দিনে ঘটনাটি উপজেলার বাবুরাবাদ এলাকায় ঘটেছে। অভিযোগ সূত্রে জানা গেছে। বাবুরাবাদ গ্রামের মৃত মোক্তার হোসেনের পুত্র ঘের ব্যবসায়ী মোস্তাফিজুর রহমান এর উপর অতর্কিত ভাবে গত ২ সেপ্টেম্বর বেলা আনুঃ ৩ টার দিকে হামলা করেছে বিভিন্ন অপকর্মের হোতা ভাঙনমারী গ্রামের রুস্তুম পাড়ের পুত্র একাধীক হত্যা মামলার আসামী রহিম পাড়, বাবুরাবাদ গ্রামের সোবহান পাড়ের পুত্র রফিকুল পাড় ও তারপুত্র সোহাগ পাড়। সন্ত্রাসী হামলায় মারাত্মক যখম হয়ে বর্তমানে কালিগঞ্জ হাসপাতালের তৃতীয় তলায় ১৫ নং বেডে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। এঘটনায় কালিগঞ্জ দেবহাটা ভূমিহীন উন্নয়ন সংগ্রাম কমিটির সভাপতি আলহাজ্ব ওহাব আলী সরদার এপ্রতিনিধিকে জানান। ঘের ব্যবসায়ী মোস্তাফিজুর রহমান একজন এলাকার সরল-সোজা মানুষ। তাকে তুচ্ছ ঘটনায় একাকী পেয়ে এলোপাতাড়ীভাবে কুপিয়ে রক্তাক্ত যখম করে এবং মৃতপ্রায় ভেবে ফেলে রেখে যায়। এদিকে মোস্তাফিজুর রহমান সন্ত্রাসী হামলায়র প্রতিকার চেয়ে কালিগঞ্জ থানায় এজাহার দায়ের করেছে বলে মহব্বত আলী সরদার জানিয়েছেন।