হাফিজুর রহমান শিমুলঃ সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগরে ডাক্তার দম্পতিকে ভ্রাম্যমাণ আদালতে ১লক্ষ ৫০ হাজার টাকা ও ১টি ক্লিনিকে ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) বেলা ১২টায় উপজেলার কৃষ্ণনগরের শংকরপুর গ্রামের রেজাউল করিম ও তার স্ত্রী রিমা আক্তার নামের আগে ডাক্তার শব্দ ব্যবহার করে সাইনবোর্ড লাগিয়ে বাড়িতেই দীর্ঘদিন চিকিৎসা করে আসছছিল। কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শেখ তৈয়েবুর রহমান এর অভিযোগের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার রবিউল ইসলাম আদালত পরিচালনা করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শেখ তৈয়েবুর রহমান, উপজেলা স্যানিটারী কর্মকর্তা আব্দুস সুবহান। শংকরপুর গ্রামের শামসুর রহমানের ছেলে গ্রাম্য চিকিৎসক রেজাউল করিম বয়স (৪৫) ও তার স্ত্রী হোমিওপ্যাথিক পড়াশোনা করছে রিমা আক্তার(৩২) বাড়িতে ডাক্তারী সাইনবোর্ড লাগিয়ে দীর্ঘদিন চিকিৎসা করে আসছে। এসময় ভ্রাম্যমান আদালত ডাক্তার দম্পতি রেজাউল করিম কে ১ লক্ষ টাকা জরিমানা অনাদায়ে ২ মাসের কারাদণ্ড, তার স্ত্রী রিমা আক্তারকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১ মাসের কারাদণ্ড প্রদান করা হয়। তাদের নিকট থেকে এনালাইজার মেশিন ও প্যাড জব্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের নির্দেশে তার সকল সাইনবোর্ড ভেঙে দেওয়া হয়। একইদিনে বেলা ১টায় উপজেলার ধলবাড়ীয়া চৌমুহনীতে আজিজিয়া ক্লিনিকে অভিযান চালান ভ্রাম্যমাণ আদালতের উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার রবিউল ইসলাম। এসময় ক্লিনিকের পরিচালক জিএম তারেক আজিজকে ৫ হাজার টাকা জরিমানা আদায় করেন।