কালিগঞ্জ প্রতিনিধিঃ কালিগঞ্জে ভাটার সরদার পরিচয়দানকারী আব্দুস সবুর গাজীর প্রতারণার শিকার ৩০টি পরিবার। সে উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের মুকুন্দপুর গ্রামের ছালাউদ্দীন গাজীর পুত্র। লিখিত অভিযোগে জানা গেছে, উপজেলার নৌবাসপুর গ্রামের আবুল সরদারের পুত্র মোসলেম সরদার ও একই গ্রামের মৃত মানিক সরদারের পুত্র আবুল সরদার জানান দিনমজুর ও ভাটা শ্রমিক সেলিমের নিকট থেকে ৫৭ হাজার, শাহিন ২০ হাজার, বাবু ২২ হাজার, রবিউল ১৮ হাজার, আবজাল ৩৬ হাজার, আব্দুল্লাহ ২০ হাজার, আহাদ ৩৯ হাজার, ছালেক ৮৫ হাজার, মোস্তফা ৩৫ হাজার, সিরাজুল ৩০ হাজার, মজিদ ৩৬ হাজার, মিয়ারাজ ৩২ হাজার, মিজানুর ২০ হাজার টুকু ৭১ হাজার টাকাসহ অসংখ্য মানুষের নিকট থেকে টাকা নিয়ে আত্মসাৎ করেছে। তার কাছে ধর্ণা দিলেও বিভিন্ন তালবাহানা করে আসছে। একপর্যায়ে বিষ্ণুপুর পরিষদে আব্দুর সবুরের বিরুদ্ধে অভিযোগ করে মোসলেম সরদার। চেয়ারম্যান শেখ রিয়াজ উদ্দীন গত ১৫/০৯/২০২১ তারিখে ধুরন্ধর আব্দুস সবুরের বিরুদ্ধে লিখিত প্রতিবেদন দিয়েছে। এদিকে মোসলেম সরদারসহ ত্রিশটি পরিবার বর্তমানে অসহায় দিনাতিপাত করছে। অন্যদিকে ধুরন্ধর সবুর দেশের বিভিন্ন জেলায় ভাটা মালিকদের নিকট থেকে টাকা নিয়ে আবারও প্রতারণার ফাঁদ পাতার পায়তারা করছে বলে জানাগেছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য পুলিশ প্রশাসনের হস্তক্ষেপ তামনা করেছে ভুক্তভোগীরা।