২০১৩,সালের, পাটনার গান্ধী ময়দানে হুঙ্কার সমাবেশে পর পর বিস্ফোরণ কান্ডে আজ, ৪,জনের, ফাসির আদেশ দেন এন আই এ আদালত।। আজ থেকে প্রায় নয় বৎসর পূর্বে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি হুঙ্কার সমাবেশে পর পর সাতটি শক্তিশালী বোমা হামলা চালায় সি মি ও এম এম নামে গোড়া মুসলিম জঙ্গি সংগঠন। এই ঘটনার পর তদন্ত নামে ভারতের গোয়েন্দা সংস্থা এন আই এ। তারা তদন্ত শুরু করে জানতে পারে এই বিস্ফোরণের মূল পান্ডারা প্লান করে ভারতের ছত্তিসগড় রাজ্যের রায়পুর থেকে এবং তারা পাটনার গান্ধী ময়দানে বিস্ফোরক দ্রব্য নিয়ে আসে ঝাড়খণ্ড রাজ্য থেকে। এই ঘটনার পর মোট, ১০,জনকে, দোষী সাব্যস্ত করে এন আই এ আদালত। তার মধ্যে, ৪,জন, কে আজ ফাসির আদেশ দেয়া হয়। এবং দুই জন কে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করা হয়। দুই জন কে দশ বছরের সাজা প্রদান করা হয়। বাকিদের পাচ বৎসরের সাজা দেয়া হয়। এই ঘটনার মূল অভিযুক্তরা হলেন, হায়দার আলী ওরফে ব্ল্যাক বেবি ও নামান আনসারি, মুজিবুল্লা আনসারি, ফিরোজ আসলাম, ইমতিয়াজ আনসারি , ইফতেখার আলম এবং আজহার উদ্দীন কোরেশী। এই ঘটনায় মোট ছয়টি মানুষের মৃত্যু হয়। বহু সংখ্যক মানুষ আহত হন। এই বিস্ফোরণ ঘটনায় সাক্ষী হিসেবে মোট, ৮০, জন কে সাক্ষীর বায়ান নিয়ে আজ ভারতের এন আই এ আদালতের বিচারক এই শাস্তি নিশ্চিত করেন। ।