কালিগঞ্জ প্রতিনিধি॥ কালিগঞ্জে স্থানীয় ভাবে শালিস মিমাংসার মাধ্যমে শরীকদের কাছ থেকে পত্রিক সম্পত্তি মাপ জরিপ শেষে সীমার পিলার পুতে দেওয়ার পর উপড়ে ফেলাসহ নানাবিধ হুমকি ধামকী দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি উপজেলার তারালী ইউনিয়নের বরেয়া গ্রামে ঘটেছে। হীন কর্মকান্ডের প্রতিবাদ কারায় নিরাপত্তা হীনতায় ভূগছেন ভূক্তভোগীর পরিবার। লিখিত অভিযোগের প্রেক্ষীতে সরেজমিনে জানাগেছে, বরেয়া গ্রামের আব্দুর রহমান সানার ছেলে ফজলুর রহমান ও তারিফুর রহমান বলেন, একই গ্রামের মৃত আবুল কাশেম সানার ছেলে কামরুল ইসলাম গং পূর্বপরিকল্পিত ভাবে তাদের পৈত্রিক রেকর্ডিও সম্পত্তি সম্পুর্ন অন্যায় ভাবে দীর্ঘদিন যাবৎ ভোগ দখল করে আসছিল। এক পর্যায়ে স্থানীয় জনপ্রতিনিধি ও মোড়ল মাতব্বাররা উভয়ের কাগজপত্র দেখে রেকর্ড অনুযায়ী মাপ জরিপ শেষে সীমানার পিলার বসিয়ে দেন। এদিকে দীর্ঘদিন ভোগ দখলে থাকা সম্পতির লোভ সামলাতে না পেরে কামরুল গং রাতের আঁধারে জমির সীমানার পিলার উপড়ে ফেলে দিয়েছে। এ ঘটনার প্রতিবাদ করায় তারিফুরদের জীবননাশসহ নানা ধরণের হুমকী ধামকি দিচ্ছে প্রতিপক্ষরা। স্থানীয় মোড়ল মাতব্বার ও জনপ্রতিনিধিদের বিষয়টি অবগত করলে প্রভাবশালী ভূমিদশ্য কামরুল গংদের বিরুদ্ধে মুখ খুলতে সাহস পাচ্ছেনা। প্রতিকার চেয়ে ভূক্তভোগির পরিবার পুলিশ ও প্রশাসনের সুদৃষ্টি কামনা করেছেন।