জামালপুরে ডিস্ট্রিক্ট পলিসি ফোরামের (DPF) সহযোগিতায় স্বাস্থ্য সেবা, ভূমি ব্যবস্থাপনা, বিদ্যুত ও রেল সেবার মান নিয়ে জামালপুরে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ আগস্ট) দুপুরে ডিস্ট্রিক্ট পলিসি ফোরাম (ডিপিএফ) জামালপুরের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ গণশুনানি অনুষ্ঠিত হয়। জামালপুর ডিস্ট্রিক্ট পলিসি ফোরামের সভাপতি শামীমা খানের সভাপতিত্বে
গণশুনানিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শ্রাবস্তী রায় ।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মোকলেছুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সরকার আব্দুল্লাহ আল মামুন বাবু, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ রফিকুল ইসলাম, জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা, মাহফুজুর রহমান, বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলী উৎপল কুমার সাহা, জামালপুর রেল স্টেশন মাস্টার মো, আসাদুজ্জামান । অনুষ্ঠান সঞ্চালনা করেন সহসভাপতি সাযযাদ আনসারী, অতিথিদের ধন্যবাদ জ্ঞাপন করেন ডিপিএফ সদস্য তানভীর আহমেহ হীরা।
এ সময় গণশুনানিতে বক্তারা অংশ নিয়ে বলেন, তৃণমূল পর্যায়ে স্বাস্থ্য সেবা নিশ্চিত করা, বিদ্যুত , ভূমি ও রেল ব্যবস্থাপনার অনিময় দূর্নীতি বন্ধ এবং সেবার মান বৃদ্ধির বিষয়ে শুনানি করেন এবং বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।