মোঃ সোহাগ হোসেনঃ আজ ৩০/০৮/২০২২, রোজ মঙ্গলবার, আনুমানিক দুপুর ১২ টায় সাতক্ষীরা জেলার কালীগঞ্জ থানা অন্তর্গত পূর্ব নলতায় মৃত ঈমান মোল্লার পাঁচ সন্তানের জমি সংক্রান্ত বিরোধ অনেক দিন থেকে চলে আসছে।
ভাইদের মধ্যে ছোট হলো শহিদুল ইসলাম (৪৫) পেশায় তিনি একজন প্রাইমারি স্কুল শিক্ষক।
তার জমি জোর জবরদস্তি করে অন্য চার ভাই এতদিন ভোগ দখল করে আসছিল।
এমতাবস্থায় শহিদুল ইসলাম নিজের জমিও ভোগ দখল করতে পারছে না, বাকি চার ভাই একত্রিত হওয়ার কারণে। কিছুদিন আগে কোর্ট থেকে জমি ৪৫ করে। তারপর তার চার ভাই ক্ষিপ্ত হয়ে ওঠে জমি ৪৫ করার কারণে। আর সেই জেদ ধরে ছোট ভাই শহিদুল কে মারধর করে এক পর্যায়ে দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে যখম করে ।
এলাকার কিছু লোকজন দেখতে পাওয়ায় তারা চিৎকার করে শহিদুলকে ছিনিয়ে নিতে সক্ষম হয় তার চার ভাই ও পরিবারের লোকজনের কাছ থেকে। অবস্থা খারাপ দেখে তাৎক্ষণিক চিকিৎসার জন্য শহিদুল কে নিকটস্থ হাসপাতালে পাঠানো হয়। এবং পুলিশ ঘটনাস্থলে আশায় শহিদুলের ভাইয়েরা পালিয়ে যায়, তাদের গ্রেফতার করতে না পারলেও সেখান থেকে দেশীয় অস্ত্রশস্ত্র জব্দ করে পুলিশ।
এবং শহিদুল ইসলামের ভাইদের নামে কালিগঞ্জ থানায় লিখিত মামলা দায়ের করা হয়।