হাফিজুর রহমান শিমুলঃ কালিগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে আইন শৃঙ্খলা, চোরাচালান, এনজিও সমন্বয় ও উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা এর সভাপতিত্বে ও পরিচালনায় গুরুত্বপূর্ণ এসভায় উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী, থানার পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ নাজমুল আহসান, মহিলা ভাইস চেয়ারম্যান দিপালী রানী ঘোষ, উপজেলা প্রকৌশলী জাকির হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ তৈয়েবুর রহমান, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন, উপজেলা আ’লীগের সভাপতি মাষ্টার নরিম আলী মুন্সী, সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান এনামুল হোসেন ছোট, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম, চেয়ারম্যান ফেরদাউস মোড়ল, মোজাম্মেল হক গাইন, জাহাঙ্গীর আলম, গোবিন্দ মন্ডল, গাজী শওকাত হোসেন, কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, যুগ্ম সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল, তথ্য ও সাংস্কৃতিক সম্পাদক এসএম আহম্মাদ উল্লাহ বাচ্ছু, উপজেলা ঈমাম সমিতির সভাপতি হাফেজ আব্দুল গফুর, উপজেলা পূজা উদযাপন কমিটির সেক্রেটারী মিলন কুমার ঘোষ। মঙ্গলবার (১ লা নভেম্বর) বেলা সাড়ে ১১ টায় নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে অনুষ্ঠিত সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি, বিজিবি কোম্পানী কমান্ডারগণ ও এনজিও প্রতিনিধি উপস্থিত ছিলেন। সভার সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা বক্তব্যে বলেন মাদক যুব সমাজকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে, বর্ডার পার করে যাতে মাদকদ্রব্য দেশের অভ্যান্তরে আসতে না পারে সেদিকে সজাগ থাকতে হবে। সড়ক ও জনপথের দুধারে যাতে কাঠ ও খোয়া বালি রেখে যাত্রী সাধারণের ভোগান্তির কারণ না হয় সেদিকে খেয়াল রাখতে হবে।আমি সকলের সহযোগিতায় সুন্দর ও পরিচ্ছন্ন একটা উপজেলা প্রশাসন উপহার দিতে চাই।