মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩, ১১:০৬ পূর্বাহ্ন

কালিগঞ্জে সড়ক দুর্ঘটনায় ভ্যান চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে

কালিগঞ্জে সড়ক দুর্ঘটনায় ভ্যান চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে

হাফিজুর রহমান শিমুলঃ সাতক্ষীরার কালিগঞ্জে সড়ক দুর্ঘটনায় আয়জুল ইসলাম (১৫) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সে উপজেলার কুশুলিয়া ইউনিয়নের কলিযোগা গ্রামের দিনমজুর আবু জাফরের পুত্র। থানা পুলিশ সরেজমিনে লাশ সুরতহাল শেষে পরিবারের কাছে হস্তান্তর করেছেন লাশ। সরেজমিন ও থানা সূত্রে জানাগেছে, কালিগঞ্জ টু তালতলা সড়কের হোগলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে পাশের গাছের সাথে ধাক্কা লেগে রক্তাক্ত যখম হয়। স্থানীয়রা উদ্ধার করে তাকে হাসপাতালে নেওয়ার পথে জিরণগাছা পৌছালে তার মৃত্যু হয়। ঘটনাটি বুধবার (২১ ডিসেম্বর) বেলা সাড়ে ১১ টায় ঘটেছে। দুইঘন্টা যাবত লাশের ঠিকানা মিলেনি। এক পর্যায়ে সামাজিক যোগাযোগের মাধ্যমে ছবি প্রকাশ করলে বেলা ১ টার দিকে তার ঠিকানা পাওয়া যায়। কালিগঞ্জ থানার ওসি (তদন্ত) নিকট জানতে চাইলে সড়ক দুর্ঘটনায় নিহত হওয়ার কথা স্বীকার করেন।
Print Friendly, PDF & Email

দয়া করে নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © MKProtidin.Com
Desing & Developed BY ThemesBazar.Com