রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ১০:১২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
উন্নয়ন অগ্রযাত্রা ও স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষে আ’লীগ সরকারের নানামুখী পদক্ষেপ প্রশংসিত হয়েছে —— স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান (এমপি) কালিগঞ্জে সুশীলনের নির্বাহী প্রধান মোস্তফা নুরুজ্জামানের জন্মদিনে বর্ণাঢ্য আয়োজন মাননীয় প্রধানমন্ত্রী যতদিন আছেন ততদিন দেশের অগ্রযাত্রা কেউ থামাতে পারবে না…… স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান (এমপি) আড্ডা ও খুঁনসুটিতে আল হাদীস বিভাগের প্রাণের উচ্ছ্বাস মিলনমেলা মাদারীপুরের জেলা প্রতিনিধি উদ্দ্যোগে বর্ণিল আয়োজনে দৈনিক আজকের দর্পণের ৯ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন। ভাঙ্গাড়ি দোকানের কর্মচারী হাজার কোটি টাকার মালিক বনে যাওয়া কে এই নাজিম উদ্দিন ছিঃ পিরোজপুর প্রেসক্লাব ছিঃ সরকারি খানবাহাদুর আহ্ছানউল্লা কলেজের ফিরোজ স্যারের মায়ের দাফন সম্পন্ন ইবি অধ্যাপকের নতুন বই প্রকাশ বিদেশি পর্যবেক্ষক আসুক বা না আসুক, নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে : তথ্যমন্ত্রী
সন্ত্রাস, অরাজকতা দমন ও শান্তি-শৃঙ্খলা রক্ষায় পুলিশ বাহীনি দায়িত্ব পালন করছে—-থানার ওসি মামুন রহমান

সন্ত্রাস, অরাজকতা দমন ও শান্তি-শৃঙ্খলা রক্ষায় পুলিশ বাহীনি দায়িত্ব পালন করছে—-থানার ওসি মামুন রহমান

 

এম হাফিজুর রহমান শিমুলঃ সাতক্ষীরার কালিগঞ্জের মথুরেশপুর ইউনিয়নের নব-নির্বাচিত পরিষদের এক বছর পূর্তি উপলক্ষে সকল বিষয়ে প্রকাশ্য মতবিনিময় সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ৩১ জানুয়ারী মঙ্গলবার বিকাল ৪টায় উপজেলার ডিএম সি ক্লাবের দেয়া মাঠে ২০২১-২২ অর্থ বছরে ইউনিয়ন পরিষদের উন্নয়ন। আমাদের কাজে কি ভূল ছিল? আমাদের কি করা উচিৎ ছিল? আগামিতে আমাদের করণীয় কি? বিষয় নিয়ে এই সভার আয়োজন করা হয়। মথুরেশপুর ইউপি চেয়ারম্যান বীর মু্ক্তিযোদ্ধা মোঃ আব্দুল হাকিমের সভাপতিত্বে মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ মামুন রহমান। এ সময় তিনি বক্তব্যে বলেন, বর্তমান সরকার দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছেন। তেমনি সন্ত্রাস, অরাজকতা দমন ও শান্তি-শৃঙ্খলা রক্ষায় পুলিশ বাহীনি দায়িত্ব পালন করছে। আপনাদের এলাকায় মাদক, জঙ্গিবাদ, ইভটিজিং ও বাল্যবিবাহ রোধ করতে পুলিশকে তথ্য দিয়ে সহযোগীতা করুন। বসন্তপুর উন্নয়ন ফাউন্ডেশনের সভাপতি এম মোস্তাফিজুর রহমান মোস্তাকের সঞ্চালনায় মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা পরিষদের সদস্য শেখ ফিরোজ কবির কাজল, বীর মু্ক্তিযোদ্ধা এস এম মমতাজ হোসেন মন্টু, ডিএমসি ক্লাবের সাবেক সভাপতি শেখ আব্দুল হাই, উপজেলা ওলামা লীগের সভাপতি মুফতী মুহাদ্দিস মাওঃ আব্দুর রহিম, কালিগঞ্জ প্রেসক্লাবের সহ সভাপতি সাংবাদিক বাবলা আহম্মেদ প্রমুখ। ইউপি নির্বাচনের একবছর পুর্তিতে ইউনিয়নের ৯টি ওয়ার্ডের উন্নয়ন ও আগামীর উন্নয়নের পরিকল্পনা নিয়ে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে দৃষ্টান্ত স্থাপন করেছেন মথুরেশপুর ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম। মত বিনিময় সভা শেষে সন্ধ্যা থেকে শুরু হয়
দেশি বিদেশী শিল্পীদের সমন্বয়ে অনুষ্ঠিত হয় মনোঙ্গ সাংস্কৃতিক অনুষ্ঠান।

Print Friendly, PDF & Email

দয়া করে নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © MKProtidin.Com
Desing & Developed BY ThemesBazar.Com