বুধবার, ০৬ ডিসেম্বর ২০২৩, ০৪:১৪ অপরাহ্ন

আবারো কক্সবাজার আবাসিক  হোটেল থেকে দুই  ম রা দে হ উদ্ধার।  সী আলিফ নামের একটি আবাসিক হোটেল থেকে উদ্ধার করা হয়েছে।

আবারো কক্সবাজার আবাসিক  হোটেল থেকে দুই  ম রা দে হ উদ্ধার।  সী আলিফ নামের একটি আবাসিক হোটেল থেকে উদ্ধার করা হয়েছে।

ইয়াছিন শিকদার। কক্সবাজার প্রতিনিধিঃ
নিহতরা হলেন, মা সুধা দে (৩৫) ও মেয়ে সুমা দে। মেয়ের বয়স১বছর গত ১৪ ফেব্রুয়ারি সকালে তিন সন্তানসহ স্বামী-স্ত্রী পরিচয়ে হোটেলে ওঠেন দুলাল বিশ্বাস ও সুমা দে। তারা ঠিকানা উল্লেখ করেছিলেন চট্টগ্রামের বাঁশখালী এলাকায়। শুক্রবার ১৭ ফেব্রুয়ারি তাদের রুম ছাড়ার কথা ছিলো। সেই হিসেবে সকাল সাড়ে ১১ টায় হোটেলের এক কর্মচারী ওই রুমে গিয়ে দেখেন স্ত্রী ও এক শিশুর মরদেহ পড়ে রয়েছে।
এ বিষয়ে কর্মচারী শাখাওয়াত জানান, সকাল সাড়ে ১১ টা পর্যন্ত কোন সাড়াশব্দ পাওয়া না যাওয়ায় ওই রুমে গিয়ে কয়েকবার ডাকেন তিনি। কিন্তু ভেতর থেকে সাড়া পাওয়া না যাওয়া পরে ম্যানেজারের নির্দেশে মাস্টার কি (অতিরিক্ত চাবি) দিয়ে তালা খুলে দেখেন নারী ও শিশুর মরদেহ পড়ে রয়েছে। পরে পুলিশকে খবর দেয় তারা।
কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা মোহাম্মদ শাহীন জানান, দুলাল বিশ্বাস ও সুমা দে স্বামী স্ত্রী পরিচয়ে তিন সন্তান নিয়ে সী আলিফের ৪১১ নাম্বার কক্ষে উঠেছিলেন। হোটেল কক্ষ থেকে মা-মেয়ের মরদেহ উদ্ধার করা হলেও স্বামী এবং বাকি দুই সন্তানের কোনও খোঁজ মেলেনি।
Print Friendly, PDF & Email

দয়া করে নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © MKProtidin.Com
Desing & Developed BY ThemesBazar.Com