মঙ্গলবার, ৩০ মে ২০২৩, ০৮:১৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
পাচার কালে সাতক্ষীরার মাহমুদপুর থেকে ৪০ বোতল ফেনসিডিল সহ দুই চোরাকারবারি আটক

পাচার কালে সাতক্ষীরার মাহমুদপুর থেকে ৪০ বোতল ফেনসিডিল সহ দুই চোরাকারবারি আটক

 

 

 

পাচার কালে সাতক্ষীরার মাহমুদপুরের ডাকাতপুতা এলাকা থেকে ৪০ বোতল ফেনসিডিল সহ দুই মাদক চোরাকারবারিকে আটক করেছে সদর থানা পুলিশ।
শুক্রবার (১৯ মে) সকাল ১০টার দিকে সাতক্ষীরা সদরের মাহমুদপুর এর ডাকাতপুতা এলাকায় অভিযান চালিয়ে ৪০ বোতল ফেনসিডিল সহ দুই জন কে আটক করা হয়।
আটককৃতরা হলেন সাতক্ষীরা সদরের শিমুলবড়ীয়া এলাকার মোঃ কাউছার আলীর ছেলে মোঃ জাহিদুল ইসলাম (২৬) ও ভোমরা পদ্মশাখীরা এলাকার মৃত জীহাদ আলী গাজীর ছেলে মোঃ হাবিবুল্লাহ(২৪)।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবু জিহাদ ফখরুল আলম খান জানান, শুক্রবার সকালে বড় একটি মাদকের চালান পাচার করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে মাহমুদপুর ডাকাতপুতা এলাকায় অভিযান পরিচালনা করাহয়। থানার এসআই তন্ময় বসু, এএসআই আনিচুর রহমান ও এএসআই মাঝারুল ইসলাম সঙ্গীয় ফোর্সের সহায়তায় অভিযান চালিয়ে ওই দুই মাদক চোরাকারবারিকে ৪০ বোতল ফেনসিডিল সহ আটক করা হয়।
আটককৃত আসামিদের নিয়মিত মাদক মামলা দিয়ে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে ও জানান তিনি। ——————

Print Friendly, PDF & Email

দয়া করে নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © MKProtidin.Com
Desing & Developed BY ThemesBazar.Com